যে ঘটনায় শোরোগোল পড়ে যায়! তা জানলে শিউরে উঠবেন! সম্প্রতি পরিচারিকার উপর অত্যাচারের একটি ভিডিও ভাইরাল হয় ঝাড়খণ্ডে! প্রকাশ্যে আসে নেত্রীর অমানবিক রূপ। যা সত্যিই ভয়াবহ। জানা যায়, ওই পরিচারিকার নাম সুনীতা। প্রায় দশ বছর আগে এই বাড়িতে পরিচারিকার কাজ শুরু করেন সুনীতা। তাঁর বয়স তখন ছিল ১৮ বছর মাত্র! এখন বয়স ২৮! তবে কেউ তাঁকে দেখলে বলবে না আঠাশ। অত্যাচারে তাঁর শরীর শেষ হয়ে গিয়েছে।
advertisement
ওই নেত্রীর মেয়েকে দেখাশোনা করতেন তিনি। কাজে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই অত্যাচার শুরু হয়। এখন ওই পরিচারিকা ভর্তি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ। এমনকি ঠিকভাবে কথা বলতেও পারছেন না। তার মধ্যেই সুনীতা জানান, তাঁর উপর বিজেপি নেত্রীর অত্যাচারের ভয়াবহতা। তিনি জানান, সীমা তার উপর অমানবিক অত্যাচার শুরু করেন, চলত মারধর, ভেঙে দেওয়া হয় তাঁর দাঁতও। এমনকি জোর করে তাঁকে খেতে বাধ্য করা হয়েছে প্রস্রাবও। খাবার জল ছাড়া বন্ধ করে রাখা হয়েছে ঘরে! সুনীতা ঝাড়খন্ডের গুমলা নামের এক গ্রামের মেয়ে। কিছুদিনের জন্য তাঁকে দিল্লিতে কাজে পাঠানো হয়। ফের ফিরে আসেন ঝাড়খন্ডের এই নেত্রীর বাড়িতে।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে ব্রেক ফেল করে ঢুকে পড়ল গাড়ি! কপালের জোড়ে বাঁচলেন বৃদ্ধ! তুমুল ভাইরাল ভিডিও
তবে এত অত্যাচারের পরেও কিন্তু সীমার ছেলে আয়ুষ্মান এই অন্যায় মেনে নেয়নি। পাশে ছিলেন ওই পরিচারিকার। সেই সকলকে জানায় এই সব ঘটনা! আর সেই জন্যই আজ সকলের সামনে এসেছে এই জঘন্য নারকীয় ঘটনা! তবে শুধু কী সাসপেন্ড করেই মুক্তি মিলবে? নাকি অপেক্ষা করছে কঠিন শাস্তি!