TRENDING:

Ahmedabad News: লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে সোনা লুটের চেষ্টা মহিলা চোরের, কষিয়ে ১৮ চড় দোকান মালিকের! দেখুন ভিডিও

Last Updated:

ভিডিও-তে দেখা গিয়েছে, দরজা খুলে সোনার দোকানে ঢুকে দোকানদারের উল্টো দিকে দাঁড়ায় ওই মহিলা৷ তার মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্রেতা সেজে দোকানে ঢুকেছিলেন মহিলা৷ আচমকাই দোকানদারের চোখেমুখে লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে দোকানে লুঠপাটের চেষ্টা করেছিল ওই মহিলা৷ যদিও সোনার দোকানে হাতসাফাই করতে এসে উল্টে মোক্ষম শিক্ষা হল ওই মহিলার৷ লঙ্কার গুঁড়োর আক্রমণ বাঁচিয়ে পাল্টা ওই মহিলাকেই পরের পর থাপ্পড় মারতে শুরু করেন ওই ব্যক্তি৷ ভাইরাল হয়েছে এই ভিডিও৷
ঘটনার সিসিটিভি ফুটেজ৷
ঘটনার সিসিটিভি ফুটেজ৷
advertisement

ভিডিও-তে দেখা গিয়েছে, দরজা খুলে সোনার দোকানে ঢুকে দোকানদারের উল্টো দিকে দাঁড়ায় ওই মহিলা৷ তার মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল৷ প্রথমে স্বাভাবিক ভাবেই দোকানদারের সঙ্গে কথা বলতে শুরু করেন ওই মহিলা৷ আচমকাই দোকানদারের চোখে লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে দেওয়ার চেষ্টা করে সে৷

কিন্তু সৌভাগ্যক্রমে সেই লঙ্কার গুঁড়ো ওই দোকানদারের চোখে লাগেনি৷ সঙ্গে সঙ্গেই মহিলাকে পাল্টা আক্রমণ করেন ওই যুবক৷ মহিলার গালে একের পর এক থাপ্পড় মারতে শুরু করেন ওই যুবক৷ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও যুবকের হাতে সপাটে একের পর এক চড় খেয়ে রীতিমতো বেসামাল হয়ে পড়ে ওই মহিলা৷ প্রায় ১৫ সেকেন্ড ধরে ওই মহিলাকে চড় মারতে থাকেন ওই যুবক৷ এর পর কাউন্টারের শো কেস টপকে এসে ওই মহিলার হাত পিছমোড়া করে তাকে ঠেলতে ঠেলতে দোকানের বাইরে বের করে দেন ওই যুবক৷

advertisement

এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করে একজন লিখেছেন, ‘আহমেদাবাদে একজন মহিলা চোর দোকান মালিকের চোখে লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে দোকান লুটের চেষ্টা করে৷ কিন্তু নারী-পুরুষের সমানাধিকারে বিশ্বাসী ওই দোকানদার সঙ্গে সঙ্গে ওই মহিলা চোরকে নিজের প্রাপ্য ফিরিয়ে দিয়ে ১৮টি থাপ্পড় মারেন৷’

advertisement

এই ভিডিও দেখে ওই দোকান মালিকের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন৷ অনেকেই দোকান মালিককে সমর্থন করে জানিয়েছেন, ওই মহিলা চোরকে উচিত শিক্ষা দিয়েছেন তিনি৷ দোকান মালিক যেভাবে ওই মহিলা চোরকে কাবু করেছেন, তা দেখে অনেকেরই সিনেমার দৃশ্য মনে হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

দৈনিক ভাস্কর-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার পর দোকান মালিক পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি৷ যদিও আহমেদাবাদের রনিপ থানার পুলিশ ওই মহিলা চোরকে চিহ্নিত করে খুঁজে বের করার চেষ্টা করছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ahmedabad News: লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে সোনা লুটের চেষ্টা মহিলা চোরের, কষিয়ে ১৮ চড় দোকান মালিকের! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল