TRENDING:

২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি হবে JEE Main পরীক্ষা, ঘোষণা রমেশ পোখরিয়াল নিশঙ্কের

Last Updated:

২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার প্রথম ধাপ হবে। তিনি আরও বলেন যে ১৩ টি ভাষায় হবে এই পরীক্ষা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: JEE Main এর সময়সূচি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক৷ বুধবার JEE Main নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জানান যে ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার প্রথম ধাপ হবে। তিনি আরও বলেন যে ১৩ টি ভাষায়  হবে এই পরীক্ষা ।
advertisement

এই ভাষাগুলির মধ্যে হিন্দি, ইংরেজি, অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়ালাম, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু ও উর্দু অন্তর্ভুক্ত রয়েছে। পরীক্ষাগুলি কম্পিউটার ভিত্তিক অনলাইন মোডে নেওয়া হবে, এবং B.Arch এর পরীক্ষাগুলি অফলাইন মোডে নেওয়া হবে৷

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, JEE Main পরীক্ষা শেষ হওয়ার ৪ থেকে ৫ দিন পরে ঘোষণা করা হবে ফলাফল। তিনি বলেন যদি JEE Main ২০২১ এর কোনও পরীক্ষার সাথে বোর্ডের পরীক্ষার দিন এক হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাঁদের সুবিধামত পরীক্ষায় অংশ নিতে পারে।

advertisement

তবে এবারে কোনও নেগেটিভ মার্কিং হবে না। তিনি বলেন, এনটিএ দ্বারা প্রবর্তিত নতুন পেপার প্যাটার্ন অনুযায়ী JEE Main পরীক্ষায় ১৫ টি বিকল্প প্রশ্নের মধ্যে কোনও নেগেটিভ মার্কিং করা হবে না। পরীক্ষার্থীদের ৯০ টি প্রশ্নের মধ্যে ৭৫টি প্রশ্নের উত্তর দিতে হবে৷ অথবা রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিতের প্রতিটি বিষয় থেকে ৩০টি প্রশ্নের মধ্যে কমপক্ষে ২৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে৷

advertisement

২০২১ সালের JEE Main পরীক্ষা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসে মোট চারবার হবে। এটি শিক্ষার্থীদের ভুল এবং দুর্বল দিকগুলি জেনে তাঁদের স্কোর উন্নতি করার সুযোগ দেবে৷ JEE মেইন 2021 এর জন্য আবেদন প্রক্রিয়াটি শীঘ্রই শুরু হবে। jeemain.nta.nic.in. এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তাঁরা৷

বাংলা খবর/ খবর/দেশ/
২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি হবে JEE Main পরীক্ষা, ঘোষণা রমেশ পোখরিয়াল নিশঙ্কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল