জানা গিয়েছে, চলতি বছরে স্কোরকার্ড লিস্ট অনুযায়ী প্রথম হয়েছেন পুনের চিরাগ ফ্যালর ৷ সার্বিক স্কোরে সবার মধ্যে ১৭ তম কনিষ্কা মিত্তল, মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন ৷ ৩৯৬ নম্বরে চিরাগ পেয়েছে ৩৫২ এবং কনিষ্কা পেয়েছে ৩১৫। দেড় লাখ পরীক্ষার্থীদের মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ৪৩,২০৪ জন ৷ এবারে এই পরীক্ষায় মহিলাদের সাফল্যের হার ১৫.৫২ শতাংশ ৷ পাশ করেছেন মাত্র ৬৭০৭ জন মহিলা ৷
advertisement
অনলাইনে পরীক্ষার রেজাল্ট দেখতে লগইন করতে হবে jeeadv.nic.in ওয়েবসাইটে। এরপর ‘JEE Advanced Result 2020’ লিংকে ক্লিক করে যে তথ্যগুলি চাইছে তা পূরণ করতে হবে ৷ এরপর সবটা সাবমিট করলেই পরীক্ষার্থীর JEE Advanced 2020 রেজাল্ট স্ক্রিনে দেখাবে ৷ দরকার পড়লে রেজাল্টটা ডাউনলোডও করে নিতে পারবেন ৷
করোনা আবহে গত ২৭ সেপ্টেম্বর প্রায় দেড় লাখ পরীক্ষার্থী এই (JEE) Advanced 2020 পরীক্ষায় বসেন ৷ মোট ২২২ শহরে ১০০১টি পরীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয়েছিল ৷