TRENDING:

JDU in Bihar: বাড়িতে মিলল জেডিইউ নেতার দাদা-বউদি-ভাইঝির দেহ! বিধানসভা ভোট শুরুর আগেই ব্যাপক চাঞ্চল্য বিহারে

Last Updated:

JDU in Bihar: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কেহাট থানা এলাকার ইউরোপীয় কলোনির একটি বাড়ি থেকে জেডিইউ নেতার আত্মীয়দের মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিহারে ব্যাপক চাঞ্চল্য
বিহারে ব্যাপক চাঞ্চল্য
advertisement

পটনা: বিহারে প্রথম দফার নির্বাচন আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগেই ব্যাপক চাঞ্চল্য বিহারের পূর্ণিয়ায়। মঙ্গলবার গভীর রাতে বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল জেডিইউ নেতা নিরঞ্জন কুশওয়ারের পরিবারের তিন সদস্যের মৃতদেহ। জানা গিয়েছে, মৃতরা হলেন নিরঞ্জনের দাদা নবীন কুশওয়া, তাঁর বউদি কাঞ্চন মালা সিং এবং ভাইঝি তনু প্রিয়া।

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কেহাট থানা এলাকার ইউরোপীয় কলোনির একটি বাড়ি থেকে জেডিইউ নেতার আত্মীয়দের মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। তবে, এভাবে পরিবারের এত জনের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এসডিপিও জানিয়েছেন, ঘর থেকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন এবং তদন্ত চলছে। বিধানসভা ভোটের মাত্র ২৪ ঘণ্টা আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পূর্ণিয়াজুড়ে। পরিবার সূত্রে দাবি, তনু প্রিয়া দুর্ঘটনাক্রমে সিঁড়িতে পা পিছলে পড়ে যান এবং তাঁকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে নবীন তাঁর দিকে ছুটে যান। কিন্তু তিনিও পিছলে পড়ে যান এবং মারাত্মক আহত হন। সেই আঘাতেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি।

advertisement

স্বামী এবং কন্যা উভয়কেই হারানোর শোক সহ্য করতে না পেরে, কাঞ্চন মালা সিং হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁর মৃত্যু হয়। অবশ্য গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা একেবারেই কাটেনি। তাই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
JDU in Bihar: বাড়িতে মিলল জেডিইউ নেতার দাদা-বউদি-ভাইঝির দেহ! বিধানসভা ভোট শুরুর আগেই ব্যাপক চাঞ্চল্য বিহারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল