TRENDING:

উপনির্বাচনে ধাক্কা খেতেই এনডিএ-র অন্দরে কোন্দল প্রকট ! বিহারে ৪০ লোকসভা আসনে জেডিইউ চায় ২৫টা

Last Updated:

লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জোরদার ধাক্কা খাওয়ার পরই এনডি-এর শরিক দলগুলি ক্রমশ বিজেপির মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জোরদার ধাক্কা খাওয়ার পরই এনডি-এর শরিক দলগুলি ক্রমশ বিজেপির মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷ জেডিএস এবং শিবসেনার পর এবার সেই একই পথে পা বাড়াল জেডিইউ ৷ আসন্ন লোকসভা নির্বাচনে মোট ৪০টি আসনের মধ্যে ২৫টি আসনে লড়াইয়ের দাবি জানিয়ে বিজেপিকে ফের বিপাকে ফেলে দিল জেডিইউ নেতা নীতিশ কুমার ৷
advertisement

রবিবার গভীর রাতে পটনায় নীতিশের বাসভবনে লোকসভার আসন নিয়েই বৈঠক হয় ৷ এরপরই সাংবাদিক সম্মেলন করেন জেডিইউ নেতা কে সি ত্যাগী ৷ তাঁর বক্তব্য, বিহারে বিজেপির থেকেও ক্ষমতাশালী দল জেডিইউ ৷ তাই লোকসভা ভোটে জোট বেঁধে লড়লেও বিজেপির থেকে বেশি আসনে লড়াই করবে জেডিইউ ৷ তাহলে বিহারে লড়াইটা অনেক সহজ হবে ৷ এমনটাই দাবি ত্যাগীর ৷

advertisement

অপরদিকে, বিজেপি কে সি ত্যাগীর এই যুক্তি মানতে নারাজ ৷ তাদের বক্তব্য, বিহারে জেডিইউ আঞ্চলিক দল হিসেবে শক্তিশালী দল হতে পারে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নীতিশ কুমার নেহাতই নগণ্য ৷ যদিও এই যুক্তি মানতে নারাজ জেডিইউ ৷ গত বিধানসভা ভোটে বিজেপির থেকে অনেক বেশি আসনে জিতেছিল জেডিইউ ৷ লোকসভা ভোটেও সেই যুক্তি দেখিয়েই লড়তে প্রস্তুত নীতিশ কুমার ৷ তাদের বক্তব্য, লোকসভা ভোটে ৪০টা আসনের মধ্যে ২৫টায় তারা লড়বে, বাকি ১৫টা দেওয়া হবে বিজেপিকে ৷

advertisement

গত লোকসভা ভোটের দিকে যদি চোখ রাখা যায়,  ৪০টা আসনের মধ্যে ৩১টা পেয়েছিল এনডিএ । ইউপিএ পায় ৭টা, জেডিইউ মোটে ২। অর্থাৎ জেডিইউ-র হাত না ধরেও বিজেপি ৩১টি আসন জিতে নেয়।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর জাঁকজমকে বারাসাতকে টেক্কা! এই বছর নজর কাড়ল মধ্যমগ্রামের কোন কোন মণ্ডপ?
আরও দেখুন

ঘটনা হল, উপনির্বাচনে বিহারের একটি কেন্দ্রে বিপুল ভোটে হেরেছে বিজেপি ৷ এরপরই এনডিএ-তে ফাটলের ইঙ্গিতটি ক্রমশ স্পষ্ট হয়েছে ৷ এই কয়েকটা উপনির্বাচনে হারের পর এবার রাজস্থান এবং মধ্যপ্রদেশ নির্বাচন মোদি-শাহের কাছে যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
উপনির্বাচনে ধাক্কা খেতেই এনডিএ-র অন্দরে কোন্দল প্রকট ! বিহারে ৪০ লোকসভা আসনে জেডিইউ চায় ২৫টা