জেডিইউ-এর মুখপাত্র নিখিল মণ্ডল তেজস্বীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন৷ তাঁর প্রশ্ন, নিজেকে গরিবের নেতা বলে দাবি করা তেজস্বী কীভাবে এমন দামি শার্ট পরেন? ওই দামি ব্র্যান্ডের শার্ট পরা তেজস্বীর একটি ছবি পোস্ট করে এই প্রশ্ন তুলেছেন জেডিইউ নেতা৷ ছবিতে তেজস্বীকে যে জামা পরা অবস্থায় দেখা গিয়েছে, তার দাম ৪৭ হাজার টাকা বলে জানা গিয়েছে৷
advertisement
নিখিল মণ্ডল আরও অভিযোগ করেন, এর আগে তেজস্বী নিজের জন্মদিনে একটি চাটার্ড বিমানে কেক কাটেন৷ ওই জেডিইউ নেতার দাবি, তেজস্বী মুখে গরিবের কথা বলেও আসলে তাদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই৷
কয়েকদিন আগেই একটি বিখ্যাত ব্র্যান্ডের শার্ট পরে ফেসবুক লাইভ করেন তেজস্বী যাদব৷ এর পরেই জেডিইউ নেতা নিখিল মণ্ডল সেই ছবি পোস্ট করে শার্টের দাম নিয়ে প্রশ্ন তোলেন৷
যথারীতি জেডিইউ-এর এই অভিযোগ মানতে চায়নি আরজেডি শিবির৷ আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি পাল্টা দাবি করেন, তেজস্বীর জনপ্রিয়তায় চিন্তিত হয়েই এমন ভিত্তিহীন অভিযোগ করছে জেডিইউ৷ তাঁর আরও দাবি, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরলেও তাঁদের দেখভালের কোনও ব্যবস্থা করেনি সরকার৷ যেহেতু তেজস্বী যাদব সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তাই তাঁর বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলেই পাল্টা অভিযোগ করেছে আরজেডি৷