TRENDING:

‘উপযুক্ত’ প্রার্থী নেই ! কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে জেডি(এস)

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মিলছে না উপযুক্ত প্রার্থী ৷ যার জেরে কংগ্রেসের সঙ্গে জোটের পথে পা বাড়াল জনতা দল(সেক্যুলার) ৷ বেঙ্গালুরু উত্তরে প্রার্থী দিতে না পেরে সেই আসনটি কংগ্রেসের উপরই ছেড়ে দিল জেডি(এস) ৷
advertisement

সোমবার সকালে খবরটি প্রকাশ্যে আসতেই ট্যুইটারে জেডি(এস)-কে ধন্যবাদ জানান কেসি বেনুগোপাল ৷ তিনি ট্যুইটে বলেন, ‘@INCIndia শ্রী এইচ ডি দেবেগৌড়ার কাছে কৃতজ্ঞ ৷ কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি বেঙ্গালুরু উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের উপর ভরসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ৷ আমরা একসঙ্গে দেশে গণতন্ত্র বজায় রাখার লড়াই করব ৷’

কর্ণাটকে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকারে রয়েছে জেডি(এস) ৷ সেখানে ২৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১২টি আসনে একা লড়ার দাবি জানিয়েছিল জেডি(এস) ৷ এই দাবিতে তাজ্জব হয়ে যান রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকেরা ৷  অবশেষে, অনেক ভাবনা চিন্তার পরে জেডি(এস)-কে ৮টি আসনে লড়াইয়ের জন্য ছেড়ে দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে, ৮টি লোকসভা আসনে লড়াইয়ের জন্য হস্তগত করলেও প্রার্থী বাছাই করতে হিমশিম খেয়ে যায় জেডি(এস) ৷ ৮টি আসনের মধ্যে ৫টি আসনেও প্রার্থী দেওয়ার মত কোনও হেভিওয়েট প্রার্থী নেই জেডি(এস)-র হাতে ৷ সেই কারণে বেশ কয়েকটি আসনেই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ার কথা ভাবছে জেডি(এস) ৷ জনতা দল (সেক্যুলার)-র সিদ্ধান্তে হাত মিলিয়েছে কংগ্রেসও ৷ ইতিমধ্যেই কংগ্রেসের তিনজন প্রার্থী জেডি(এস)-র হয়ে লড়বে ৷ সেই সিদ্ধান্তও চূড়ান্ত করেছে কংগ্রেস ৷ রাজনৈতিক মহলের মত, কর্ণাটকে তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল বিজেপি ৷ জেডি(এস) যদি তাদের নিজেদের দখলে থাকা আসনগুলিতে প্রার্থী দিতে না পারে ৷ সেক্ষেত্রে সেই সমস্ত আসন গুলি চলে যাবে বিজেপির হাতে ৷ সেই কারণেই সেই ঝুঁকি নিতে নারাজ কংগ্রেস ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘উপযুক্ত’ প্রার্থী নেই ! কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে জেডি(এস)