রাতে মৃত্যুর খবর ঘোষণার পরই একে একে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ট্যুইটারে জননেত্রী জয়ললিতার অকাল প্রয়াণে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লেখেন, শুধু একজন দক্ষ প্রকাশকই নন, ভারতের অন্যতম বর্ণময় চরিত্র ও জনপ্রিয় নেত্রী ছিলেন তিনি ৷ তামিলনাড়ুর সমগ্র আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি ৷ তামিলনাড়ুর সামগ্রিক উন্নতির পিছনে তাঁর ভূমিকা অবিস্মরণীয় ৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের শোকবার্তায় বলেন, জয়ললিতার মতো জননেত্রীর মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে বিশাল শূন্যতা তৈরি হল ৷ সবসময় রাজ্যের উন্নতির কথা চিন্তা করতেন তিনি ৷ সব সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন আম্মা ৷ তাঁর সঙ্গে দেখা হওয়ার স্মৃতিগুলি চিরকাল মনে রয়ে যাবে ৷ ওনার মৃত্যুতে আমি শোকাহত ৷’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও AIADMK সুপ্রিমো জয়ললিতার মৃত্যুতে শোকজ্ঞাপন করে জানান, ‘জনপ্রিয়, দক্ষ, সাহসী এবং মানুষের অত্যন্ত কাছের নেত্রী ছিলেন আম্মা ৷ তাঁর চলে যাওয়া সবার কাছে অপূরণীয় ক্ষতি ৷ ভগবান তাঁর দল ও তাঁর অনুগামীদের এই ক্ষতি সামলানোর শক্তি দিন ৷ জয়ললিতার মৃত্যুতে আমি শোকস্তব্ধ এবং দুঃখিত ৷’ শুধু ইংরাজিতেই নয়, তামিল ভাষাতেও শোকবার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷
জয়ললিতার প্রয়াণে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির শোকবার্তা, ‘ওঁর মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত ৷ ওঁর আত্মার শান্তি কামনা করি ৷’
জয়ললিতার মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ট্যুইটারে শোকপ্রকাশ করে লেখেন, ‘আমি গভীর শোকাহত ৷ নিপীড়িত মানুষের কন্ঠস্বর ছিলেন তিনি ৷ ’
‘আম্মা’-র প্রয়াণে শোকাতুর বেঙ্কাইয়া ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘জয়ললিতার প্রয়াণ দেশের বড় ক্ষতি হল ৷ তিনি ছিলেন দক্ষ ও সাহসী প্রশাসক ৷ দৃঢ় মানসিকতা নিয়ে প্রশাসন পরিচালনা করতেন তিনি ৷ গরীব মানুষদের উন্নয়নে তাঁর বিশেষ নজর ছিল, সেকারণেই তামিলনাড়ুতে তিনি ছিলেন আম্মা ৷ এই সম্মান আজীবন ধরে রাখা অবশ্যই কৃতিত্বের ৷’
সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রয়াত হলেন জয়ললিতা। সোয়া বারোটায় তার মৃত্যু সংবাদ জানানো হয়। ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। এতদিন ধরে যে মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল তাঁর, তাতে হার মানলেন জয়া আম্মা।