জয়ললিতার মৃত্যুর পর দলের পক্ষে থেকে ঘোষণা করা হয় আম্মার উত্তরাধিকার হবেন শশীকলা ৷ এতদিন পর্যন্ত দলে জয়ললতির ছোট বোন ‘চিন্নামা’ হিসেবে তার পরিচয় ছিল ৷ এবার চিন্নামা থেকে ‘আম্মার’ চেয়ারে শশীকলা নটরাজন ৷ AIADMK প্রধান পদে নির্বাচন করার কথা রয়েছে ৷
দীর্ঘদিন হাসপাতালে থাকার পর ৫ ডিসেম্বরের রাতে প্রয়াত হন আম্মা। তারপর ধরেই আম্মার দীর্ঘ ছায়ার সঙ্গে লড়তেহচ্ছে এআইএডিএমকে, নতুন মুখ্যমন্ত্রী, রাজ্যবাসীকেও।
advertisement
এর আগে বুধবার AIADMK অফিসের বাইরে শশীকলা পুষ্পার আইনজীবির উপর হামলা চালায় দলের কর্মীরা ৷ এরপর বৃহস্পতিবার শশীকলা পুষ্পার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্বাচনের প্রাক্কালেই গ্রেফতার করা হল বিক্ষুব্ধ শশীকলার স্বামী ৷ গতকালই নির্বাচনে মনোনয়ন জমা দিতে যান পুষ্পার স্বামী ৷ তা নিয়ে AIADMK সদর দফতরে ব্যাপক বিশৃঙ্খলা হয় ৷ ‘আমার স্বামী নিখোঁজ’ বলে দাবি শশীকলা পুষ্পার ৷ আজ শশীকলার স্বামীকে গ্রেফতার করা হয় ৷