এখনও পর্যন্ত আম্মার মৃত্যু সংবাদ শুনে তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ৭৭জনের ৷ পাশাপাশি বেশ কয়েকজন আত্মহত্যারও চেষ্টা করেছেন ৷ তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়ে গোটা তামিলনাড়ু ৷ আম্মাকে হারিয়ে স্তব্ধ চেন্নাই ৷ জয়ললিতার প্রয়াণে শোকস্তব্ধ সমগ্র রাজনৈতিক মহলও ।
যে সময় জয়ললিতা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই সময় হাসপাতালের মেডিকেল টিমের কাছে অনেক কথাই বলেছেন আম্মা ৷
advertisement
টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ী, জয়ললিতার নার্স জানিয়েছেন,‘আম্মা সব সময় বলতেন, আপনি যা বলবেন আমি তাই করবো ৷ যখনই আমরা ওনার কাছে যেতাম উনি আমাদের দেখে খুশি হতেন ৷ উনি আমাদের সঙ্গে নিজের পরিবারের সদস্যদের মতো ব্যবহার করতেন ৷ যখন ওনাকে খাওয়ার দেওয়া হত, তখন উনি দু’টি চামচ চাইতেন ৷ একটা নিজে খাওয়ার জন্য অন্যটি আমাদের জন্য ৷
আম্মার পছন্দের খাবার ছিল পোহা, উপমা, দই চাওয়াল ও আলুর কাড়ি ৷ ১৬ জন নার্সের টিম তিনটি সিফটে ওনার খেয়াল রাখতেন ৷
চিকিৎসকেরা জানিয়েছেন, আম্মা যখন সুস্থ থাকতেন তখন উনি মেডিকেল স্টাফদের সঙ্গে অনেকক্ষণ গল্প করতেন ৷ স্কিন কেয়ার ও হেয়ার স্টাইল নিয়ে তাদের অনেকরকম টিপস দিতেন তিনি ৷
জয়ললিতা নিজের ডাক্তারকে তাদের বাড়িতে নিমন্ত্রণও করেছিলেন কোডিনাড়ুর বিখ্যাত চা খাওয়ানোর জন্য ৷ কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি ৷ জীবনের লড়াইয়ে হার মানতে হয় আম্মাকে ৷