TRENDING:

অ্যাসিড হামলার হুমকি আসত, ভয় পেতাম আজই হয়ত আমার জীবনের শেষ রাত: জয়া প্রদা

Last Updated:

‘আমার রাজনৈতিক জীবনে অনেক রকমের হুমকি পেয়েছি ৷ কখনও অ্যাসিড ছুঁড়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি কিংবা কখনও জীবন পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার হুমকি ৷ একটা সময় ছিল, যখন বাড়ি থেকে বেরোলে জানতান আর হয়তো আজ বেঁচে ফিরতে পারব না ৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অমর সিংয়ের সঙ্গে জয়াপ্রদার সম্পর্কের সমীকরণটা ঠিক কি ? তাই নিয়ে অনেক বিতর্ক রয়েছে ৷ এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেতা তথা রাজনীতিবিদ জয়া প্রদা ৷
advertisement

কুইনসলাইনে লিটারেচার ফেস্টিভ্যালে বিখ্যাত সাহিত্যিক রাম কোমলকে দেওয়া সাক্ষাৎকারে জয়াপ্রদা বলেন, ‘লোকে আমাদের সম্পর্ক অনেক কু-কথা বলে ঠিকই ৷ কিন্তু আমি তাঁকে গডফাদার হিসেবেই মানি ৷ তবে, লোকে তা মানতে নারাজ ৷ তাই আমি অমর সিং-কে যদি রাখিও পরাই ৷ তবু, লোকে কুনজরেই দেখবে আমাদের সম্পর্ককে ৷’

সমাজবাদী পার্টির নেত্রী ছিলেন জয়াপ্রদা ৷ উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি ৷ এরপর সেই দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে ৷ এরপর অমর সিংয়ের সঙ্গে তিনি যোগ দেন রাষ্ট্রীয় লোক মঞ্চ রাজনৈতিক দলে ৷

advertisement

জয়প্রদা আরও বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে আমাকে অনেকেই সাহায্য করেছেন ৷ কিন্তু তার মধ্যে অমর সিংয়ের সাহায্য আমি সবথেকে বেশি পেয়েছি ৷ তাই উনি আমার কাছে গডফাদার ৷’

মহিলা হিসেবে এই পুরুষতান্ত্রিক সমাজে একজন রাজনীতিবিদ হওয়া যথেষ্ট কষ্টসাধ্য ৷ এই প্রসঙ্গে রামপুরের সাংসদ আজম খানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জয়াপ্রদা ৷ তিনি বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে অনেক রকমের হুমকি পেয়েছি ৷ কখনও অ্যাসিড ছুঁড়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি কিংবা কখনও জীবন পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার হুমকি ৷ একটা সময় ছিল, যখন বাড়ি থেকে বেরোলে জানতান আর হয়তো আজ বেঁচে ফিরতে পারব না ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এই কঠিন রাজনৈতিক জীবনে কারওর থেকে কোনওদিন কোনও সাহায্য পাননি জয়াপ্রদা ৷ তাই আফসোসের সুরে তিনি জানান, ‘আমার দু:সময়েও কেউ এগিয়ে আসেনি আমার দিকে ৷ কোনও রাজনীতিবিদ সাহায্যের হাত বাড়িয়ে দেননি ৷ এমনকী, মুলায়ম সিং জিও আমাকে একটি ফোন পর্যন্ত করেননি ৷ একটা সময় ছিল যখন মনে হয়েছিল আত্মহত্যাই আমার সমস্যার সমাধান ৷ সেই সময়ই অমর সিং-কে আমি পাশে পাই ৷ তাই আমাদের সম্পর্ক খুব ভাল ৷ কিন্তু লোকে অনেক কথা বলে ৷ আজ যদি আমি তাঁকে রাখিও পরাই ৷ তবুও মনে হয় না লোকে বাজে কথা বলা বন্ধ করবে আমাদের সম্পর্ক নিয়ে ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অ্যাসিড হামলার হুমকি আসত, ভয় পেতাম আজই হয়ত আমার জীবনের শেষ রাত: জয়া প্রদা