TRENDING:

Jaya Prada Absconder: 'নিখোঁজ' জয়া প্রদা, প্রাক্তন সাংসদ-অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ আদালতের! কেন?

Last Updated:

Jaya Prada: এমপি-এমএলএ স্পেশ্যাল কোর্টের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে লোকসভা ভোটের সময় নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নিয়ম লঙ্ঘন করেছেন জয়া প্রদা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী জয়া প্রদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল উত্তরপ্রদেশের আদালত। জয়া প্রদাকে ‘নিখোঁজ’ তকমা দিয়েছে আদালত। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জয়ার বিরুদ্ধে রুজু হওয়া দুই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের রামপুরের এক আদালত। ৬ মার্চের মধ্যে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।
জয়া প্রদা (ফাইল ছবি)
জয়া প্রদা (ফাইল ছবি)
advertisement

এমপি-এমএলএ স্পেশ্যাল কোর্টের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে লোকসভা ভোটের সময় নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নিয়ম লঙ্ঘন করেছেন জয়া প্রদা। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হলেও আদালতে হাজির হননি তিনি। এমপিএমএলএ স্পেশ্যাল কোর্টের তরফে শোভিত বনসলের নির্দেশে পুলিশকে একটি বিশেষ দল তৈরি করতে বলা হয়।

আরও পড়ুন: CBI-ED-রাজ্য পুলিশ, যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে: হাইকোর্ট

advertisement

৬ মার্চের মধ্যে জয়া প্রদা যেন আদালতে হাজিরা দেন তা নিশ্চিত করতেই এই বিশেষ দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের রামপুরের প্রাক্তন সাংসদ জয়া প্রদার বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে জয়ার বিরুদ্ধে। সে সময় কেমারি ও সোয়ার থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপরে একাধিকবার জয়া প্রদাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল রামপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত। কিন্তু অভিনেত্রী হাজিরা দেননি। জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয় তাঁর বিরুদ্ধে। কিন্তু তাঁকে আদালতে পেশ করা যায়নি।

advertisement

আরও পড়ুন: স্বপ্নে উঁচু থেকে পড়ে যান বার বার? কী অর্থ এমন স্বপ্নের! কীসের ইঙ্গিত জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

অভিনেত্রী হাজিরাও দেননি। জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয় তাঁর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, জয়ার মোবাইল ফোন সুইচড অফ রয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রামপুরের আদালতের বিচারক শোভিত বনসাল জয়াকে ‘পলাতক’ ঘোষণা করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jaya Prada Absconder: 'নিখোঁজ' জয়া প্রদা, প্রাক্তন সাংসদ-অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ আদালতের! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল