শিয়রে কর্ণাটক নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে আপাতত প্রচারে ব্যস্ত কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ৷ গত তিন মাস ধরেই কর্ণাটকে নিজের ক্ষমতা প্রতিপন্ন করতে চূড়ান্ত ব্যস্ত বিজেপি ৷ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চলছে প্রচার ৷ সপ্তাহের তিনদিনই নাকি জাভেরেকর বেঙ্গালুরুতেই কাটান ৷ এমনটাই জানা গিয়েছে ৷ কিন্তু সিবিএসই-র প্রশ্নফাঁসের পরেও কেন এই বিষয়টি নিয়ে যথাযথ দায়িত্ব পালন করছেন না কেন্দ্রীয় মন্ত্রী ? কেন কর্ণাটক নির্বচানের জন্য নিজের দফতরের কাজ ঠিকঠাক করে করছেন না তিনি ? এই নিয়েই কংগ্রেস নেতাদের পাশাপাশি ক্ষোভ উগড়ে দিয়েছেন পড়ুয়া এবং অভিভাবকরা ৷
advertisement
কংগ্রেস টুইটারেও এই বিষয়টি নিয়ে সরব হয়েছে ৷ টুইটে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরেকরের অক্ষমতার কারণেই ২৮ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছে ৷ নিজের দায়িত্ব পালন না করে কর্ণাটকে ভোট পেতেই ব্যস্ত তিনি ৷’
যদিও গত বৃহস্পতিবার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের দায় স্বীকার করে নিয়ে জাভরেকর বলেছিলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে ৷ তবে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে কী না সে বিষয়ে এখনও কিছু খোলসা করেননি তিনি ৷