নতুন মন্ত্রী হলেন যারা-
১. বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রকাশ জাভড়েকর ৷ফগন সিং কুলস্তে
২. মন্ত্রী পদে শপথ এস এস আলুওয়ালিয়ার ৷ বাংলার দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী আলুওয়ালিয়া
৩.রমেশ জিগাজিনাগি
৪. বিজয় গোয়েল
৫. দলিত নেতা রামদাস আঠাওয়ালে
advertisement
৬. রাজেন গোহেন
৭. অনিল দাভে
৮. পুরুষোত্তম রুপালা
৯. এম জে আকবরের
১০ মন্ত্রী পদে শপথ অর্জুন মেঘওয়ালের
১১. যশবন্ত সিং ভাবোরের
১২. মহেন্দ্র নাথ পান্ডে
১৩. অজয় তামতার
১৪. কৃষ্ণা রাজের
১৫. মনসুখভাই মান্দাভিয়া
১৬. অনুপ্রিয়া পটেলের
১৭. সি আর চৌধুরি
১৮. পি পি চৌধুরির
রদবদলের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় উত্তরপ্রদেশ থেকে ১৩ জন ৷ ২০ বছরে প্রথমবার উত্তরপ্রদেশ থেকে ১৩ জন মন্ত্রী হয়েছেন ৷
রাজ্যগুলির পরবর্তী বিধানসভা নির্বাচন এখন মোদি সরকারের কাছে ‘পাখির চোখ’ ৷ সেই নির্বাচনের জন্যই মন্ত্রীসভা সম্প্রসারণ ও রদবদল করছে শাসকদল ৷ আসন্ন নির্বাচনে কথা মাথায় রেখেই উত্তরপ্রদেশ থেকে মন্ত্রিসভায় যোগ হয়েছেন একাধিক মুখ বলে ভাবছেন ওয়াকিবহল মহল ৷
বর্তমান মন্ত্রীসভায় রয়েছেন মোট ৬৬জন মন্ত্রী ৷ সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ ৮২জন মন্ত্রীকে নিয়ে গড়া যেতে পারে মন্ত্রীসভা ৷ গত কয়েকমাস ধরেই মন্ত্রীসভার বদল নিয়ে দলীয় সভাপতি অমিত শাহের সঙ্গে জোরদার আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
অন্যদিকে ইস্তফা দিয়েছেন যে ৬ ক্যাবিনেট মন্ত্রী তারা হলেন-নিহালচন্দ মেঘওয়াল, রামশঙ্কর কঠেরিয়া, সাওয়ারলাল জঠ, মনসুখ বাসাবার , মোহন কুণ্ডরিয়া, জিএন সিদ্ধেশ্বরা ৷