TRENDING:

প্রকোপ বাড়ছিল জন্ডিসের! অভিযোগ জানিয়েও ফল মেলেনি! ছাত্র বিক্ষোভে হুলুস্থুল ভোপালের বিশ্ববিদ্যালয়

Last Updated:

ক্রমেই বাড়ছিল জন্ডিসে আক্রান্ত হওয়ার ঘটনা , কিন্তু অভিযোগ জানিয়েও কোনও সাড়া মিলছিল না,অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল মধ্যপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। টানা উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মঙ্গলবার রাতে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়লেন ভোপালের ভিআইটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উত্তেজনার আবহে আচার্যের বাংলোতেও ভাঙচুর চালানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: ক্রমেই বাড়ছিল জন্ডিসে আক্রান্ত হওয়ার ঘটনা , কিন্তু অভিযোগ জানিয়েও কোনও সাড়া মিলছিল না,অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল মধ্যপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। টানা উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মঙ্গলবার রাতে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়লেন ভোপালের ভিআইটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উত্তেজনার আবহে আচার্যের বাংলোতেও ভাঙচুর চালানো হয়।
জন্ডিসের অভিযোগে তুলকালাম ভোপালে
জন্ডিসের অভিযোগে তুলকালাম ভোপালে
advertisement

ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে, ইনদওর–ভোপাল হাইওয়ের ধারে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও চরমে পৌঁছয়। অভিযোগ, ক্ষুব্ধ পড়ুয়ারা ক্যাম্পাসের ভিতরে ও বাইরে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ক্যাম্পাসের সম্পত্তিতেও ভাঙচুর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী কয়েক সপ্তাহ ধরেই জন্ডিসে আক্রান্ত হচ্ছিলেন। প্রায় ২৪ জন একসঙ্গে অসুস্থ হওয়ায় উদ্বেগ আরও বাড়ে। পড়ুয়াদের অভিযোগ, হস্টেলের খাবারের নিম্নমান, স্বাস্থ্যবিধি না মানা এবং নোংরা পরিবেশের কারণেই সংক্রমণ ছড়াচ্ছে। এমনকি গত মাসে তিনজন জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলেও দাবি ওঠে। কিন্তু বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

advertisement

সেই ক্ষোভ থেকেই মঙ্গলবার মধ্যরাতে হাজার হাজার ছাত্রছাত্রী ক্যাম্পাসে জড়ো হন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। দুইটি গাড়ি, একটি বাস, একটি অ্যাম্বুল্যান্স ও কয়েকটি বাইকে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়। উত্তেজিত জনতার একটি অংশ আচার্যের বাংলোর কিছু অংশও ভাঙচুর করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পরিস্থিতি সামাল দিতে পরে আরএসএস–ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এবিভিপি’র কর্মীরা এগিয়ে আসেন। পাশাপাশি সেহোরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিশাল পুলিশবাহিনী এসে ক্যাম্পাস ঘিরে ফেলে। তবে রাতভর উত্তেজনার পরও ভিআইটি কর্তৃপক্ষের তরফে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রকোপ বাড়ছিল জন্ডিসের! অভিযোগ জানিয়েও ফল মেলেনি! ছাত্র বিক্ষোভে হুলুস্থুল ভোপালের বিশ্ববিদ্যালয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল