TRENDING:

হরিয়ানায় জাঠ আন্দোলনে বিক্ষোভকারীদের দাবি মেনে নিল সরকার

Last Updated:

চাপে পড়ে বিক্ষোভকারীদের দাবি শনিবার মেনেও নিল হরিয়ানা সরকার ৷ বিধানসভায় সংশ্লিষ্ট বিল আনা হবে, এই বলেই বিক্ষোভকারীদের আশ্বস্থ করেছে হরিয়াণা সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোহতক:  সংরক্ষণের দাবিতে ক্রমশই হিংসাত্বক হয়ে উঠেছে জাঠদের বিক্ষোভ ৷ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মতোই তাদের সুযোগ-সুবিধে দিতে হবে, এই দাবিতে গত ক’দিন ধরে হরিয়ানায় আন্দোলন চালাচ্ছেন জাঠরা।   পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে শেষপর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় পুলিশ ৷  পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত অন্তত ২৫ জন। অবস্থা নিয়ন্ত্রণে আনতে রাতে সেনা নামানো হয়েছে রাজ্যের সব চেয়ে ক্ষতিগ্রস্ত আটটি জেলায়। একই সঙ্গে সংরক্ষণ প্রশ্নে সুর নরম করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও।  চাপে পড়ে বিক্ষোভকারীদের দাবি শনিবার মেনেও নিল হরিয়ানা সরকার ৷ বিধানসভায় সংশ্লিষ্ট বিল আনা হবে, এই বলেই বিক্ষোভকারীদের আশ্বস্থ করেছে সরকার ৷ এদিকে হরিয়ানার কৃষিমন্ত্রী ওপি ধনকারের বাড়িতে বিক্ষোভকারীরা এদিন হামলা চালায় ৷ যাতে স্বভাবতই যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার ৷  কৃষিমন্ত্রী বলেন, ‘‘ হরিয়ানাজুড়ে বিক্ষোভ থামানোর আর্জি জানাচ্ছি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা এবং আধাসামরিক বাহিনী নামানো হয়েছে ৷ সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ৷ এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে ৷’’ এদিকে হরিয়ানার ছ’জেলায় আপাতত বন্ধ ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
হরিয়ানায় জাঠ আন্দোলনে বিক্ষোভকারীদের দাবি মেনে নিল সরকার