কড়া নিরাপত্তার মধ্যেই এ দিন শ্রীনগরের গণপতয়ার মন্দির থেকে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের হয়৷ শ্রীনগরের হাব্বা কডল এলাকা থেকে শুরু করে ক্রাল্কহুদ, বারবারশাহ হয়ে শহরের প্রাণকেন্দ্র লাল চকের ঐতিহাসিক ঘড়ি মিনারের পর্যন্ত যায় শোভাযাত্রা৷ এর পর জাহাঙ্গির চক হয়ে মন্দিরে ফিরে এসে শেষ হয় শোভাযাত্রা৷ গত ৩২ বছরে এই প্রথমবার শ্রীনগরে জন্মাষ্টমীতে শোভাযাত্রা বেরোল৷
advertisement
শোভাযাত্রায় রীতিমতো রথ সাজিয়ে বের করেন কৃষ্ণ ভক্তরা৷ রথের পাশে পাশে পুরুষ, মহিলা এবং শিশুদের নাচ করতেও দেখা যায়৷ স্থানীয় বাসিন্দাদের মদ্যে মিষ্টিও বিতরণ করা হয়৷
শৌর্য ডোভাল নামে এক স্থানীয় বিজেপি নেতা ট্যুইট করে দাবি করেন, ১৯৯২ সালে শেষ বার শ্রীনগরের এই একই জায়গায় জন্মাষ্টমী উদযাপন করা হয়েছিল৷ ওই বিজেপি নেতা ট্যুইটারে লেখেন, 'আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আবার শ্রীনগরের একই জায়গায় নিজেদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শোভাযাত্রা বের করতে পারছেন৷ এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সম্ভব হয়েছে৷'
করোনা অতিমারির জন্য ২০২০ সালে শোভাযাত্রা বের করা সম্ভব হয়নি৷ তার আগের বছর জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর শ্রীনগরে পরিবেশ উত্তপ্ত হয়ে থাকার কারণে কঠোর বিধিনিষেধ জারি করা ছিল৷ সেই কারণে ২০১৯ সালেও শোভাযাত্রা বের করা সম্ভব হয়নি৷