শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী৷ এর পরেই জেডিএস -এর এনডিএ শিবিরে যোগদানের সরকারি ঘোষণা করা হয়৷ কয়েক মাস আগে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর দক্ষিণ ভারতের এই রাজ্যকে নিয়ে চিন্তা বেড়েছিল বিজেপি-র৷ জেডিএস-কে সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনে নতুন উদ্যমে কর্ণাটকে ঝাঁপানোর চেষ্টা করবে গেরুয়া শিবির৷
advertisement
আরও পড়ুন: বড় খবর! গ্রামে গ্রামে উঠবে উন্নয়নের ঝড়! ৮৩ কোটি বরাদ্দ কেন্দ্রের…
অমিত শাহের সঙ্গে দেখা করার পর কুমারস্বামী বলেন, কাবেরী নদীর জল বণ্টন সংক্রান্ত বিবাদ নিয়ে তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে৷ পাশাপাশি, লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়েও তাঁদের আলোচনা হয়েছে৷ কুমারস্বামী বলেন, এটা একেবারেই প্রাথমিক আলোচনা৷ ভবিষ্যতে সবরকম সংশয় দূর করতে আরও আলোচনা হবে৷ আমাদের লক্ষ্য কর্ণাটকের ২৮টি আসনেই জয়লাভ করা৷
অমিত শাহের সঙ্গে কুমারস্বামীর বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ বৈঠক শেষে জে পি নাড্ডা সোশ্যাল মাধ্যম এক্স-এ লেখেন, আমি খুবই আনন্দিত যে জেডিএস এনডিএ জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তাদের আন্তরিক ভাবে স্বাগত জানাই৷
কর্ণাটকে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ের অন্যতম কারণই ছিল জেডিএস-এর বিপর্যয়৷ মোট ১৩৯টি আসনে জেডিএস প্রার্থীদের জমানত বাজেয়াপ্ত হয়েছিল৷ ২০১৮ সালের তুলনায় জেডিএস-এর ভোট প্রায় ১৫ লক্ষ কমে গিয়েছিল৷ ফলে লোকসভা নির্বাচনে বিজেপি-র হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া কুমারস্বামীর দল৷ বলা ভাল, ২০২৪-এর লোকসভা ভোট জেডিএস-এর অস্তিত্ব রক্ষার লড়াই৷