পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন। এক কর্মকর্তা জানিয়েছেন উদ্ধার কাজ এখনও চলছে।
আরও পড়ুন: দীপাবলিতে ডাবল ধমাকা! যাত্রীদের দারুণ উপহার দিচ্ছে ভারতীয় রেল, জানেন কী কী
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, “এত মানুষের মৃত্যু সত্যি অত্যন্ত বেদনাদায়ক”। পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! দীপাবলিতে আগুনে পুড়ে ছাই ২ টি ঘর, রইল ভিডিও
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে তিনি ডোডার জেলা প্রশাসক হরবিন্দর সিং-এর সঙ্গে কথা বলেছেন। তিনি এক্স পোস্ট করেছেন, “আহতদের জেলা হাসপাতাল কিশতওয়ার এবং জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হচ্ছে। বাকি আহতদের স্থানান্তরের জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও করা হবে। যে কোনও সাহায্যে জন্য আমি আছি, সব সময় যোগাযোগ রাখছি”।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি PMNRF থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়দের জন্য ২ লাখ টাকা ও আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স-এ পোস্ট করেছেন, “জম্মু ও কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তাঁদের এই বিরাট ক্ষতিতে আমি গভীরভাবে মর্মাহত। যেখানে বাসটি দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে স্থানীয় প্রশাসনের উদ্ধার তৎপরতায় উদ্ধার কার্য চলছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
দুই দিন আগে, পুঞ্চ সেক্টরেও নিয়ন্ত্রণ রেখার কাছে একটি দ্রুতগামী গাড়ি দুর্ঘটনা গ্রস্ত হয়। তাতে ১০ জন আহত হয়েছিল। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গাড়িটি পুঞ্চ সেক্টর থেকে পুঞ্চের বান্দি চেচিয়ান গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। পর পর দুর্ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।