জানা গিয়েছে, ডিজিপি পর্যায়ের উচ্চ পদস্থ আধিকারিকদের বৈঠকের পরেই তল্লাশি চালানো হয়৷ গোপন সূত্র মারফত পাওয়ার পরেই কুলগাম জেলার একাধিক জায়গায় একাধিক কর্ডন এবং তল্লাশি (CASOs) অভিযান চালানো হয় শনিবার৷
advertisement
এই অভিযানে মূলত, ক্রশ বর্ডার সন্ত্রাসবাদকে অর্থনৈতিক সাহায্যকারী এবং গোপন সমর্থকদেরই নিশানা করা হয়েছে৷ বিশেষ করে যাঁরা নিয়ন্ত্রণরেখার ওপারে থাকা তাঁদের ‘আত্মীয়’দের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷
যৌথ, নিয়ন্ত্রিত তল্লাশি অভিযানের মাধ্যমে সন্ত্রাসবাদীদের এমন বহু আত্মীয় এবং ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ এঁদের অনেকের বিরুদ্ধে প্রচারমূলক পত্র বিলি এবং জঙ্গিগোষ্ঠীদের জন্য নতুন তরুণ নিয়োগের কাজ করত বলে অভিযোগ৷
আরও পড়ুন: অপেক্ষার শেষ! বারাণসীকে বন্দে ভারত উপহার নরেন্দ্র মোদির, আরও ৩ রুটে উদ্বোধন পরিষেবার
পুলিশের দল বেশ কিছু ডিজিটাল ডিভাইস এবং নথি উদ্ধার করেছেন৷ এক ঊর্ধ্বতন আধিকারিকের দাবি, দক্ষিণ কাশ্মীরে সম্পূর্ণ ভাবে সন্ত্রাসের নেটওয়ার্ক ছিন্নভিন্ন করে দেওয়া৷
পাশাপাশি, জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ জঙ্গির। শনিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে এই সংঘর্ষে নিহত হয়েছে ২ জঙ্গি। ঘটনাটি পোস্ট করে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
