শনিবার ভোর ৫টা থেকেই রাজৌরিতে ভারী গোলাবর্ষণ শুরু হয় ৷ তার কিছুক্ষণের মধ্যেই রাজকুমার থাপার মৃত্যুর খবর পাওয়া যায় ৷ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘রাজৌরি থেকে মর্মান্তিক খবর পেলাম। জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক ভাল অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, আমার সঙ্গে অনলাইন বৈঠকেও ছিলেন। আজ ওই অফিসারের বাড়িতে পাকিস্তানের বোমা গিয়ে পড়েছে। রাজকুমার থাপার মৃত্যু হয়েছে। আমি স্তম্ভিত, শোকপ্রকাশের ভাষা নেই। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’’
advertisement
ভারতও পাল্টা এর জবাব দিয়েছে, সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, পাকিস্তানের অন্তত ৩টি এয়ারবেসে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস ক্ষতিগ্রস্ত।
বৃহস্পতিবারের পরে শুক্রবারও ফের বিনা প্ররোচনায় ভারতে হামলা চালাল পাক সেনা। শুক্রবার বাড়তেই ফের ভারতের তিন জায়গায় হামলা চালায় পাকিস্তান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জম্মু, সাম্বা এবং পাঠানকোটে ড্রোন হামলা চালিয়েছে পাক সেনা।
জানা যায়, পঞ্জাবের ফিরোজপুরের খাই গ্রামে পাকিস্তানি ড্রোন হামলার ফলে একটি বাড়িতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ৩ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। পাকিস্তানি ড্রোন হামলায় বহু গাড়িও আগুনে জ্বলে পুড়ে যায়।
