TRENDING:

Citizenship Amendment Bill: নাগরিকত্ব বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে জমিয়ত উলেমা-ই-হিন্দ

Last Updated:

সংগঠনের প্রধান সইদ আরশাদ মদানি সংসদে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে জানালেন, তাঁরা এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Ehtesham Khan
advertisement

#নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার তোড়জোড় করছে আরেক ইসলামিক সংগঠন জমিয়ত উলেমা-ই-হিন্দ৷ সংগঠনের প্রধান সইদ আরশাদ মদানি সংসদে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে জানালেন, তাঁরা এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন৷

বিলটি সংসদে পাস হওয়ার পরেই মদানি বলেছিলেন, 'রাজ্যসভায় বিলটি আটকাতে আমরা সাধ্য মতো চেষ্টা করেছি৷ এর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছি, তাদের বলেছি, এই বিল কেন আমাদের আটকানো দরকার৷ কিন্তু দুঃখিত, তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করল, বিলটি রাজ্যসভাতেও পাস হয়ে গেল৷'

advertisement

মদানি জানান, বিলটি স্পষ্ট ভাবে সংবিধানের ধারা ১৪ ও ১৫ লঙ্ঘন করছে, যেখানে সাফ বলা আছে, দেশের কোনও নাগরিককে ধর্ম, জাতি, ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বৈষম্য হবে না৷ আইনের চোখে সব নাগরিক সমান৷ কিন্তু এই বিল ধর্ম ও সংস্কারের ভিত্তিতে তৈরি৷ বিলে মুসলিম নাগরিকদের কথা উল্ল্যেখই নেই৷ বোঝাই যাচ্ছে, বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্যেই বিলটি আনা হয়েছে৷ দেশের নিরাপত্তার জন্যও বিলটি বিপজ্জনক৷ কারণ, এই বিলে নথি ছাড়াই ঢালাও নাগরিকত্ব দেওয়ার কথা আছে৷ তাদের মধ্যে অনেকে তো সমাজবিরোধীও হতে পারে৷

advertisement

তিনি বলেন, 'এই বিলের তীব্র বিরোধিতা করছে জমিয়ত উলেমা ই হিন্দ৷ আইনসভার সদস্যরা তাঁদের দায়িত্ব পালন করেননি৷ এ বার আমাদের বিচারব্যবস্থার দরজা ধাক্কাতেই হবে৷ আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি৷'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Bill: নাগরিকত্ব বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে জমিয়ত উলেমা-ই-হিন্দ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল