TRENDING:

Jagdeep Dhankhar meets Ram Nath Kovind: রাষ্ট্রপতিকে কড়া রিপোর্ট রাজ্যপালের, হস্তক্ষেপের অনুরোধ! খবর সূত্রের

Last Updated:

রাজ্যপালের দেওয়া নোট বা রিপোর্টে মূলত রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ রয়েছে বলে খবর (Jagdeep Dhankhar meets Ram Nath Kovind)৷ রাজে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নোট জমা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ এ দিন বেলা সাড়ে এগারোটায় রাষ্ট্রপতি ভবনে যান সস্ত্রীক রাজ্যপাল৷ রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য না করলেও সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন রাজ্যপাল৷ প্রায় ৪৫ মিনিট রাষ্ট্রপতি ভবনে ছিলেন জগদীপ ধনখড়৷
advertisement

রাজ্যপালের দেওয়া নোট বা রিপোর্টে মূলত রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ রয়েছে বলে খবর৷ রাজে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল৷ শুধু তাই নয়, রাষ্ট্রপতি হিসেবে যাতে তিনি নিজের ক্ষমতা অনুযায়ী যথাযথ পদক্ষেপ করেন, রামনাথ কোবিন্দকে রাজ্যপাল সেই অনুরোধও করেছেন বলে খবর৷ ট্যুইটারে অবশ্য রাজ্যপাল দাবি করেছেন, রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক ছিল৷

advertisement

advertisement

মঙ্গলবারই দিল্লিতে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গেও দেখা করেছেন তিনি৷ দুই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং প্রহ্লাদ প্যাটেলের সঙ্গেও মঙ্গলবারই দেখা করেছেন তিনি৷ পাশাপাশি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্রের সঙ্গেও দেখা করেন তিনি৷

এ দিন সন্ধ্যা সাতটার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করার কথা রয়েছে রাজ্যপালের৷ অমিত শাহের হাতেও রাজ্যপাল পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একই ধরনের রিপোর্ট তুলে দেবেন বলে খবর৷ ভোটের ফল বেরনোর পর কোচবিহার, নন্দীগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলেন রাজ্যপাল৷ নিজের সেই অভিজ্ঞতার কথাও তিনি রিপোর্টে তুলে ধরেছেন বলে খবর৷

advertisement

যদিও রাজ্যপালের এই দিল্লি সফর বা রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন রাজ্যপালের দিল্লি সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ' 'উনি কার সঙ্গে দেখা করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার৷ উনি তো ওদেরই লোক!'

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য রাজ্যপালকে সমর্থন করে বলেন, 'দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেওয়াটা ওনার দায়িত্ব, কর্তব্যের মধ্যেই পড়ে৷ রাজ্যপাল যাই করুন না কেন তাতেই তৃণমূলের সমস্যা৷ এটা ওদের মানসিক রোগের মতো হয়ে গিয়েছে৷'

advertisement

শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ফেরার কথা রাজ্যপালের৷ যদিও শুক্রবার দিল্লিতে তাঁর কী কর্মসূচি রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Rajib Chakraborty

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jagdeep Dhankhar meets Ram Nath Kovind: রাষ্ট্রপতিকে কড়া রিপোর্ট রাজ্যপালের, হস্তক্ষেপের অনুরোধ! খবর সূত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল