TRENDING:

পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই, হত ২ CRPF জওয়ান, বন্দি প্রায় ৬০

Last Updated:

জঙ্গিদের নিশানায় এবার ভূস্বর্গ ৷ শনিবার জম্মু-কাশ্মীরের পাম্পোর এলাকায় CRPF বাসে হামলা চালায় কয়েকজন বন্দুকবাজ জঙ্গি ৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে হত দুই CRPF জওয়ান ৷ গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনার ও জঙ্গিদের গুলির লড়াই এখনও অব্যাহত ৷ বন্দুকবাজরা জঙ্গি ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছে এবং সেখানে বহু মানুষকে হোস্টেজ হিসেবে আটকে রেখেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জম্মু: জঙ্গিদের নিশানায় এবার ভূস্বর্গ ৷ শনিবার জম্মু-কাশ্মীরের পাম্পোর এলাকায় CRPF বাসে হামলা চালায় কয়েকজন বন্দুকবাজ জঙ্গি ৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে হত দুই CRPF জওয়ান ৷ গুরুতর আহত হয়েছেন আরও ৯ CRPF জওয়ান ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনার ও জঙ্গিদের গুলির লড়াই এখনও অব্যাহত ৷ জঙ্গিদের চালানো গুলিতেই নিহত হন কনস্টেবল আরকে রায়না এবং হেড কনস্টেবল ভোলে সিং ৷ বন্দুকবাজ জঙ্গিরা ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছে এবং সেখানে বহু মানুষকে হোস্টেজ হিসেবে আটকে রেখেছে ৷
advertisement

সূত্রের খবর, ৩ থেকে ৫ জন বন্দুকবাজ জঙ্গি জম্মু-কাশ্মীর বাণিজ্যিক দক্ষতা উন্নয়ন বিদ্যালয়ে ৬০-৯০ জন মানুষকে আটকে রেখেছেন ৷ সেনার সঙ্গে ক্রমাগত গুলির লড়াই চলছে জঙ্গিদের ৷ তাদের পরিচয় বা উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় ৷ বন্দিদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন বিশাল পুলিশবাহিনী এবং সেনা ৷ ওই ইনস্টিটিউটের কাছে CRPF বাসে গুলি চালানোর পরই ওই বিল্ডিংয়ের ঢুকে পড়ে হামলাকারীরা ৷ সেসময় ১০০-এরও বেশি পড়ুয়া ওই ট্রেনিং ইনস্টিটিউটে ছিলেন ৷ প্রায় ৫০ জন স্টাফ এবং শিক্ষাকর্মীরাও উপস্থিত ছিলেন ৷ সেনারা এখনও পর্যন্ত এদের মধ্যে ৭০ জনকে উদ্ধার করতে পেরেছেন ৷ কিন্তু বহু মানুষ এখনও জঙ্গিদের হাতে বন্দি ৷ সেনা সূত্রে খবর, বিল্ডিং থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে গ্রেনেডও ছোঁড়া হয় ৷ ঘটনাস্থলে উপস্থিত সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, অপারেশন এখনও চলছে ৷ বন্দিদের জঙ্গিদের হাত থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই, হত ২ CRPF জওয়ান, বন্দি প্রায় ৬০