হায়দরাবাদে পা রেখেই ভারত-মার্কিন উষ্ণ সম্পর্কের কথা বলেছিলেন। আর উদ্যোগপতিদের সম্মেলনে ভারতকে হোয়াইট হাউসের বন্ধু বললেন ইভাঙ্কা ট্রাম্প। জোর দিলেন মহিলাদের ক্ষমতায়নের উপর। বিশেষ করে কর্মক্ষেত্রে।
দু'দেশের যৌথ উদ্যোগে এই প্রথম ভারতে উদ্যোগপতি সম্মেলনের আয়োজন। এই সম্মেলনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইভাঙ্কা। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের কন্যা ও আন্তর্জাতিক উদ্যোগপতি ইভাঙ্কা তুলে ধরলেন ভারতের অর্থনৈতিক উন্নতির কথা। প্রধানমন্ত্রীর নেতৃত্বেরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা।
advertisement
বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরতে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অনন্য ভূমিকার কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে জায়গা করে নেন কল্পনা চাওলা, সুনীতা উইলিয়াম, পিভি সিন্ধু ও সানিয়া মির্জা।
প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে ইভাঙ্কাই সবথেকে প্রভাবশালী। তাঁর সামনেই নরেন্দ্র মোদি অধার, জিএসটির সাফল্য তুলে ধরেন। উপস্থিত প্রতিনিধিদের কাছে ভারতে বিনিয়োগের আহ্বান জানান নরেন্দ্র মোদি।