TRENDING:

GES 2017-এ যোগ দিতে হায়দরাবাদে ইভাঙ্কা ট্রাম্প

Last Updated:

GES 2017-এ যোগ দিতে হায়দরাবাদে ইভাঙ্কা ট্রাম্প

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #হায়দরাবাদ: গ্লোবাল আঁন্ত্রেপ্রেনারশিপ সামিটে যোগ দিতে মঙ্গলবার ভারতে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ৷ আজ হায়দরাবাদে এই সামিটে যোগ দেবেন ইভাঙ্কা ৷ মার্কিন প্রেসিডেন্টের মেয়ের ভারত সফর উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে হায়দরাবাদ। ইভাঙ্কার নিরাপত্তা নিশ্চিত করতেই বিন্দুমাত্র ঝুঁকি নিচ্ছে না প্রশাসন। সূত্রের খবর, ইভাঙ্কার সফর নিয়ে থ্রেট না থাকলেও ঝুঁকি নেওয়া হচ্ছে না।
advertisement

এই প্রথম দক্ষিণ এশিয়ার আয়োজিত হয়েছে গ্লোবাল আঁন্ত্রেপ্রেনারশিপ সামিট ৷ তিন দিনব্যাপী এই সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইভাঙ্কা ট্রাম্প ৷

এই সামিটে যোগ দিতে ট্রাম্প কন্যার সঙ্গে ভারতে এসেছেন আমেরিকার ৩৮টি প্রদেশের ৩৫০ জন মার্কিন ও অনাবাসী ভারতীয় প্রতিনিধি। ইভাঙ্কা সহ সমস্ত বিদেশি অতিথিদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন ৷

advertisement

নিরাপত্তায় কাজে লাগানো হচ্ছে হেজমেট প্রযুক্তি

থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

গ্রে-হাউন্ড-অক্টোপাসের মতো বাহিনী মোতায়েন

নজরদারিতে স্নাইপার ও ডগ স্কোয়াড

রেডিও অ্যাকটিভ কেমিক্যাল ও নিউক্লিয়ার হামলা মোকাবিলার ব্যবস্থা

সম্মেলনে ১৫০ টি দেশের ১৫০০ উদ্যোগপতি থাকবেন

এলাকার নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী ও তেলেঙ্গনা পুলিশ

বিশৃঙ্খলা ঠেকাতে এবং গাড়ি চলাচল সুষ্ঠু রাখার লক্ষ্যে শহরের রাস্তা থেকে সব ভিক্ষুককে সরিয়ে নেওয়া হয়েছে।

advertisement

সামিট চলবে হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও হায়দরাবাদ ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোজিশনসে ৷ চলতি বছরে সামিটের বিষয় হল উওমেন ফার্স্ট, প্রসপারিটি ফর অল। এই সামিটে যোগদানকারী ১২০০ উদ্যোগপতির মধ্যে বেশিরভাগই মহিলা ৷ এই সামিটে ব্যবসার জগতে, কাজের দুনিয়ায় মহিলাদের ক্ষমতায়ন নিয়েই বক্তব্য রাখবেন ট্রাম্প কন্যা ও হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাঙ্কা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
GES 2017-এ যোগ দিতে হায়দরাবাদে ইভাঙ্কা ট্রাম্প