TRENDING:

ভোটের আগে উদ্ধার নগদ সহ ১১০ কোটির সামগ্রী! অসমে ভাঙল সব রেকর্ড

Last Updated:

২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে অসমে মোট উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ ছিল ২০ কোটি টাকারও কম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: ভোটের আগে নগদ, মদ, মাদক এবং অন্যান্য দামি পণ্য উদ্ধারে নয়া রেকর্ড তৈরি হল অসমে৷ বৃহস্পতিবার অসমে দ্বিতীয় দফার ভোট৷ তার আগে নগদ সহ অসমে যে পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছে তার মোট মূল্য ১১০ কোটি টাকা৷ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সি মিলিয়ে এই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে৷
advertisement

অসমের মুখ্য নির্বাচন কমিশনার নীতিন খাড়ে এ দিন এই তথ্য জানিয়েছেন৷ ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে অসমে মোট উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ ছিল ২০ কোটি টাকারও কম৷

অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, গত ২৬ ফেব্রুয়ারি আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর নগদ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী মিলিয়ে ১১০.৮৩ কোটি টাকার সামগ্রী উদ্ধার হয়েছে৷ তার মধ্যে উদ্ধার হওয়া নগদের পরিমাণ ২৪.৫০ কোটি টাকা৷ এ ছাড়াও ৩৪.২৯ কোটি টাকার মাদক, ৩৩.৪৪ কোটি টাকা মূ্ল্যের ১৬.৬১ কোটি টাকা মূল্যের মদ এবং ৩.৬৮ কোটি টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না এবং সোনার বাট উদ্ধার করা হয়েছে৷

advertisement

অসম পুলিশ, ফ্লাইং স্কোয়াড, নজরদারি দল, এক্সাইজ ডিপার্টমেন্ট সহ অন্যান্য সরকারি এজেন্সিগুলির চালানো অভিযানে নগদ সহ এই বিপুল পরিমাণ বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছে৷ শুধু উপরোক্ত সামগ্রীগুলিই নয়, ভোটারদের প্রভাবিত করতে বিদেশি সিগারেট, পান মশলা, পোস্তর দানা, গোলমরিচের মতো প্রায় ১৫ কোটি টাকার সামগ্রী উদ্ধার করা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অসমের নির্বাচনে এখনও পর্যন্ত নির্ধারিত সীমার বাইরে খরচ করার জন্য ৫০টি এফআইআর দায়ের করা হয়েছে৷ এক্সাইজ সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য ৫,২৩৪টি এফআইআর দায়ের হয়েছে৷ তবে এইএফআইআর-গুলির পরিপ্রেক্ষিতে কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি নির্বাচন কমিশন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভোটের আগে উদ্ধার নগদ সহ ১১০ কোটির সামগ্রী! অসমে ভাঙল সব রেকর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল