আইটিবিপি সূত্রের খবর, এই তিনটি কুকুর, ববি, রুবি এবং মায়া এতদিন কাবুলের ভারতীয় দূতাবাসে প্রহরারত ছিল। অতন্দ্র তিন প্রহরী বহুবার বিধ্বংসী আইইডি বিস্ফোরণ শেষ মুহূর্তে আটকে দিয়েছে। এভাবে কত দূতাবাস কর্মী, কত সাধারণ মানুষের প্রাণ তারা বাঁচিয়েছে তা গুণে শেষ করা যাবে না।
আইটিবিপি ডিআইজি সুধাকর নটরাজন বলেন, "আমরা মায়া, রুবি এবং ববির কাজে গর্বিত। আইটিবি-র হয়ে ওরা দীর্ঘদিন কাজ করেছে। ওদেরকে জিরো এরর স্নিপার বলা হয়। অর্থাৎ কখনও একটিও ভুল করেনি ওরা। এক অর্থে বললে ভারতের সম্পদ এই তিন সারমেয় ।
advertisement
কিষাণ কুমার, বিজেন্দ্র সিং এবং অতুল কুমার-এই তিন ব্যক্তি রুবি ববি এবং মায়ার দেখভালের দায়িত্বে ছিলেন। তাঁরা জানালেন, ওরা তিনজনই চেনা গন্ধ, চেনা মানুষ, চেনার দৃশ্যকে মিস করতে শুরু করেছে।
উল্লেখ্য এই তিনজন সিফারের ট্রেনিং হয়েছিল আইটিবিপি জাতীয় কুকুর প্রশিক্ষণকেন্দ্রে, যা পঞ্চকুলার ভানু অঞ্চলে অবস্থিত।
তথ্য- আবীর ঘোষাল