আরও পড়ুন: জড়িয়ে ধরলেন পাক সেনাপ্রধানকে! ইমরান-শপথে গিয়ে আর যা যা করলেন সিধু
রাফাল চুক্তি নিয়ে যখন বিজেপি-কে নিশানা করছে বিজেপি, তখন সিধু একেবারে মোক্ষম জায়গায় অ্যাটাক করলেন৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের বক্তব্য ছিল, সিধুর পাক সফরে ভারতীয় সেনার আবেগে আঘাত লেগেছে৷ তারই জবাবে সাংবাদিকদের সিধু বলেন, 'আপনি আবার ওই ইস্যুটি নিয়ে কথা তুললেন৷ সিধু এখন এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছে যে, প্রতিরক্ষা মন্ত্রীকে বিবৃতি দিতে হচ্ছে৷ আরে ভাই ওটা জাস্ট একটা ঝাপ্পি ছিল৷ কোনও ষড়যন্ত্র ছিল না৷ ঝাপ্পি তো আর রাফাল ডিল নয়৷'
advertisement
নির্মলা সীতারমন মঙ্গলবার বলেছিলেন, পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলিঙ্গনে জওয়ানদের মনে আঘাত লেগেছে৷ তাঁরা বলছেন, পাঞ্জাবের মন্ত্রী ওটা এড়াতেই পারতেন৷