আরও পড়ুন : ভয়াবহ আগুনে পুড়ে মৃত বৃদ্ধ দম্পতি
সূত্রের খবর এই বহু চর্চিত বিয়ে বাড়ি আলোকিত করতে বেশ কয়েকজন ভিআইপি উপস্থিত থাকবেন ৷ এই ভিআইপি তালিকায় কার না নাম নেই ৷ সনিয়া গান্ধি, নীতীশ কুমার, অখিলেশ যাদব, দিগ্বিজয় সিং প্রমুখ ৷ জানা গিয়েছে আগামীকাল এক বিশেষ বিমানে এই ভিআইপিরা উপস্থিত হবেন ৷
advertisement
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারছেন না এই বিয়ে বাড়িতে, মুখ্যমন্ত্রীর হয়ে প্রতিনিধিত্ব করবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম ৷
বিয়ে বাড়ির অতিথি আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এক প্রফেশন্যাল ক্যাটারিং সংস্থাকে ৷ বিয়ে বাড়িতে লালুপ্রসাদের উপস্থিতি পরিবারের সবার মুখে হাসি ফুটিয়েছে ঠিকই, তারই মাঝে লালুর ৬ সপ্তাহের জামিনের সুখবর সেই হাসিকে আরও চওড়া করেছে ৷
আরও পড়ুন : উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ককে দোষী সাবস্ত করল সিবিআই