বুধবার পাক অধিকৃত কাশ্মীরের আকাশ থেকে ভারতের মিগ-২১ বিমানকে গুলি করে নামায় পাকিস্তান ৷ পাক সেনার হাতে বন্দি হন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৷ তিন দিন পর অবশেষে মুক্তি পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার এই হাই র্যাঙ্কের অফিসার ৷ তবে এরই মধ্যে অভিনন্দনের পাকিস্তানে আটকে পড়ার পর বিভিন্ন ভিডিও ইউটিউবে ছেয়ে গিয়েছে ৷ যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ৷ সেই ভিডিওগুলি অবিলম্বে সরিয়ে দেওয়ার জন্য ইউটিউবকে নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি দফতরের তরফে এদিন উইঙ্গ কমান্ডার অভিনন্দন বর্তমানের পাকিস্তানে বন্দি থাকাকালীন শ্যুট করা ১১টি ভিডিওই লিঙ্কই ডিলিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
পাকিস্তান এর আগে দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার দুই পাইলটকে তারা আটক করেছে ৷ ভারত সেই দাবি উড়িয়ে দেয় ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বিবৃতিতে জানায়, অ্যাকশনের সময় একজন ভারতীয় পাইলট নিখোঁজ হয়েছেন ৷ তিনি পাকিস্তানের হাতে আটক হয়েছেন ৷