সম্প্রতি কর্নাটকের একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের একটি ভিডিও ভাইরাল হয় হুহু করে। সেই ভিডিয়োয় দেখা যায়, এক অধ্যাপক এক ছাত্রকে তাঁর নাম জিজ্ঞাসা করছেন। উত্তরে সেই ছাত্র তাঁর নাম বলতেই তিনি বলে ওঠেন, "ও তাহলে তো তুমি কসাবের মতো!"
আরও পড়ুন- নতুন বছরে কুম্ভ রাশিতে গমন করছেন শনিদেব! শশ রাজযোগে সুদিনের মুখ দেখবেন এই রাশিরা
advertisement
এরপরে প্রতিবাদে সরব হন ওই ছাত্র। কড়া ভাষায় আক্রমণ করেন ওই শিক্ষককে। তার পরেই অবশ্য তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান ওই অধ্যাপক। পরে সেই ভিডিও ঘিরেই বিতর্কের ঝড় ওঠে সব মহলে।
আরও পড়ুন- মীন রাশিতে রাহুর প্রবেশ, ধনবান হতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা
মঙ্গলবার এই প্রসঙ্গে কর্নাটকের শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "কসাবের নামোচ্চারণ করা হয়েছে বলে এটাকে এত বড় ইস্যু কেন করা হচ্ছে?" তাঁর কথায়, এখন আকছাড় 'শকুনি', 'রাবণ'-এর মতো শব্দ ব্যবহার করা হয়। এমনকি, বিধানসভাতেও এমন শব্দ ব্যবহার করা হয়, যা অনুচিত। কিন্তু, তা নিয়ে তেমন শোরগোল হয় না বলেই মনে করেন কর্নাটকের শিক্ষামন্ত্রী।