বিজ্ঞানীরা সূর্য মিশনের সাফল্যের জন্য প্রার্থনা করেছিলেন, যা ২ সেপ্টেম্বর সকাল ১১.৫০এ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের কথা রয়েছে।
দেখে নিন বিজ্ঞানীরা কীরকম মন্দিরে পুজো দিলেন
আদিত্য L1 মহাকাশযানটি সৌর করোনার দূরবর্তী পর্যবেক্ষণ এবং L1 (সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট) -এ সৌর বায়ুর পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে৷ মিশন আদিত্য L1 যেখানে কাজ করবে সেটি পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত।
সূর্যকে অধ্যয়ন করার জন্য প্রথম মহাকাশ-ভিত্তিক ভারতীয় মানমন্দিরটি PSLV-C57 রকেট দ্বারা উৎক্ষেপণ করা হবে।
আরও পড়ুন – Ind vs Pak: আজ থেকেই বইছে হু হু করে হাওয়া, সঙ্গী বৃষ্টি, শনিবার মেগা ম্যাচে কত গতিতে বইবে বালাগোল্লা ঝড়
ইসরো বিজ্ঞানীদের প্রধান বিভিন্ন মিশনের আগেই তিরুমালার এই মন্দিরে পুজো দেন৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ জুলাই মাসে, তিনি চন্দ্রযান-৩ উৎক্ষেপণের আগে মন্দিরে প্রার্থনা করেছিলেন।
২৩ অগাস্ট চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করে চন্দ্রায়ন ৩ ইতিহাস তৈরি করে। ভারতই এখনও পর্যন্ত একমাত্র দেশ যেটি চাঁদের দক্ষিণ মেরুতে সফল সফট ল্যান্ডিং করেছেন৷