দিন ৬ আগেই মহাকাশে অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল দিয়ে একটি লো অরবিট স্যাটেলাইটকে ধ্বংস করেছে ভারত৷ মহাকাশ শক্তিতে বিশ্বে এলিট ক্লাবে ঢুকে পড়েছে দেশ৷ জাতির উদ্দেশে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার শ্রীহরিকোটা থেকে EMISAT-এর সফল উত্ক্ষেপণ এই প্রথম দেখলেন সাধারণ মানুষ৷ কী ভাবে ইসরো স্যাটেলাইট পাঠায় মহাকাশে, তা জানার জন্য দূরে একটি ডেকে সাধারণ দর্শকের দেখার ব্যবস্থা করা হয়েছিল৷ এটি ভারতের ৭১তম স্যাটেলাইট মিশন৷
advertisement
এই লো-আর্থ অরবিট স্যাটেলাইটটির ওজন ৪৩৬ কেজি৷ সূত্রের খবর, শত্রুদের র্যাডারে নজর রাখবে এই স্যাটেলাইট৷ শত্রুরাষ্ট্রের সন্দেহজনক গতিবিধি হলেই, ছবি তুলে পাঠাবে৷ শ্রীহরিকোটার স্পেশ সেন্টারে ভিজিটার্স ডেক তৈরি করা হয়েছিল৷ ডেক থেকে উৎক্ষেপণ দেখলেন দর্শকরা৷
আরও ভিডিও: 'স্পেস ওয়ারফেয়ার'-এ বড়সড় সাফল্য, অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সফল পরীক্ষা
