অরবিটারের তোলা ছবিতে ধরা পড়ল বিক্রমের ছবি। কী অবস্থায় রয়েছে বিক্রম? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
বিক্রম কোথায়? ইসরোর মতোই উৎকণ্ঠায় ছিল ১৩০ কোটি ভারতবাসী। রবিবার বেলায় কিছুটা হলেও আশার খবর। নিউজ-18 কে ইসরো চেয়ারম্যান জানালেন, চাঁদের বুকে বিক্রমের ছবি পেয়েছে ইসরো। থার্মাল ইমেজিং থেকে তথ্য বিশ্লেষণের কাজ চলছে।
শুক্রবার রাত ১.৫২ - কার্ড
advertisement
--
চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রমের। তার ঠিক আগে অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। তখন বিক্রম চাঁদের থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে।
আরও পড়ুন - বাড়ির ঠাকুরের গায়েই ছিল কয়েক লক্ষ টাকার গয়না, ভেঙে পড়া বাড়ির বাসিন্দাদের হাহাকার থামছে না
ইসরো অবশ্য জানিয়েছিল, অরবিটার একেবারে ঠিকঠাক কাজ করছে। সেই অরবিটরই বিক্রমের খবর দিল।
কীভাবে চাঁদের ওপর অবস্থান করছে বিক্রম, তার ওপরই সেটা নির্ভর করছে ।বিশেষজ্ঞরা বলছেন, বিক্রম যেহেতু চাঁদের জমি ছুঁয়েছে, তাই প্রজ্ঞানকে নিয়েও আশা শেষ হয়ে যায়নি। আর তাই চাঁদের জমি থেকে তথ্য মেলার সম্ভাবনাও থাকছে।
আরও দেখুন