TRENDING:

ISRO Solar Mission Aditya: চাঁদের পর এ বার ইসরো-র লক্ষ্য সূর্য! সেপ্টেম্বরেই লঞ্চ করা হবে মিশন 'আদিত্য'

Last Updated:

ISRO Solar Mission Aditya: ইসরো প্রধান এদিন বলেন তাঁদের প্রথম সৌর মিশন সেপ্টেম্বর মাসেই লঞ্চ করার জন্য প্রস্তুত করা হবে। সূর্যের নামেই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘আদিত্য’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: চাঁদের পর এ বার ইসরো-র লক্ষ্য সূর্য। বৃহস্পতিবার, চন্দ্রবিজয়ের পর দিন তাঁদের পরবর্তী অভিযান সম্বন্ধে জানালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ। চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক সাফল্যের মধ্যেই ইসরো প্রধান এদিন বলেন তাঁদের প্রথম সৌর মিশন সেপ্টেম্বর মাসেই লঞ্চ করার জন্য প্রস্তুত করা হবে। সূর্যের নামেই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘আদিত্য’।
সূর্যের নামেই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘আদিত্য’
সূর্যের নামেই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘আদিত্য’
advertisement

এস সোমনাথের কথায়, ‘‘সেপ্টেম্বরে লঞ্চ করার জন্য প্রস্তুত করা হচ্ছে মিশন আদিত্য-কে। কাজ চলছে গগনযানেরও।’’ প্রসঙ্গত ইসরো-র প্রথম ম্যানড মিশন বা মহাকাশচারীদের নিয়ে অভিযান হতে চলেছে ‘গগনযান’। ইসরো প্রধান জানান ২০২৫ সাল নাগাদ মহাকাশে যেতে চলেছে গগনযান। অভিযানের প্রারম্ভিক ধাপ সম্পর্কে সেপ্টেম্বর বা অক্টোবরের শেষেই জানানো হবে ইসরোর পক্ষ থেকে।

advertisement

চন্দ্রযান-৩ -এর মাইলস্টোনসম সাফল্য এখন উপভোগ করছেন সোমনাথ। দেশ তথা বিশ্বের নানা প্রান্ত থেকে আসা শুভেচ্ছা ও অভিনন্দন স্রোতে ভেসে চলেছেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে অভিমত সোমনাথের। তাঁর কথায়, ‘‘এই অনুভূতিতে মিশে ছিল আনন্দ, স্বীকৃতির পাশাপাশি প্রত্যেক বিজ্ঞানীর প্রতি কৃতজ্ঞতা। এই বিজ্ঞানীরা প্রত্যেকেই মিশনের সাফল্যে অবদান রেখেছেন।’’ কিন্তু কেন চাঁদের দক্ষিণ মেরুকেই বেছে নেওয়া হল অবতরণের জন্য? ইসরো প্রধান সোমনাথ বলেন ভবিষ্যতে সেখানে মনুষ্যবসতি তৈরির সম্ভাবনা আছে।

advertisement

আরও পড়ুন :  চাঁদের পর এবার সূর্যে পাড়ি ভারতের, তৈরি হচ্ছে Aditya-L1

প্রসঙ্গত ৪০ দিন ধরে যাত্রা শেষে বুধসন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছয় চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছল ভারত। সার্বিকভাবে চন্দ্র অভিযানের নিরিখে ভারত চতুর্থ দেশ। আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে অভিযান করে সফল হল ভারত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ISRO Solar Mission Aditya: চাঁদের পর এ বার ইসরো-র লক্ষ্য সূর্য! সেপ্টেম্বরেই লঞ্চ করা হবে মিশন 'আদিত্য'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল