মঙ্গলবার রাতে জলপথে মুম্বইয়ে প্রবেশ করেছে তিন সন্দেহভাজন ৷ ভারতীয় কোস্ট গার্ডের তরফে এই সতর্কবার্তা পেয়েই হাই অ্যালার্ট জারি করে মুম্বই পুলিশ ৷ এরপরই শুরু হয় শহর জুড়ে তল্লাশি ৷ বিশেষত মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার আশেপাশে নিম্নমানের হোটেল ও লজগুলি নজরে রয়েছে পুলিশের ৷ গত রাত থেকে এদিনের মধ্যে যতজন হোটেলে থাকতে এসেছেন তাদের পরিচয় পত্র খুঁটিয়ে দেখা চলছে ৷
advertisement
শহর জুড়ে চলছে অভিযান ৷ স্টেশন, সাবওয়ে, বাস স্টপেজ, শপিং মল, সিনেমা হলের মতো জনবহুল এলাকায় নজর রাখতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী ৷ সন্দেহভাজনের খোঁজে ড্রোন ক্যামেরা, পুলিশ কুকুর ও শহরে লাগানো সিসিটি্ভিরও সাহায্য নেওয়া হচ্ছে ৷
২০০৮-এ নভেম্বর মাসে ১০ জন লস্কর-ই-তৈবা জঙ্গিরা এই জলপথেই মুম্বইতে প্রবেশ করে হামলা চালিয়েছিল। সেবার জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। লড়াইয়ে ৯ জঙ্গিকে নিকেশ করে পুলিশ ও সেনা এবং এক জঙ্গিকে জীবিত গ্রেফতার করা হয় ৷ ধৃত জঙ্গি আজমল কাসভকে দোষী সাবাস্ত করে ফাঁসির নির্দেশ দেয় আদালত ৷