TRENDING:

ফেসবুকে যৌনদাসী বিক্রির বিজ্ঞাপন দিল ISIS

Last Updated:

এবার সোশ্যাল সাইট ফেসবুকে যৌনদাসী বিক্রির বিজ্ঞাপন দিল জঙ্গি গোষ্ঠী ISIS ৷ সম্প্রতি মিডিল ইষ্ট রিসার্চ ইনস্টিটিউট, যারা জিহাদিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজর রাখছে তাদের চোখে পড়ে বিজ্ঞাপনটি ৷ মিডিল ইষ্ট রিসার্চ ইনস্টিটিউটের আধিকারিক জানান, ‘গত দু’বছর এই জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন রকম বরবরাতার স্বাক্ষী ছিল সারা বিশ্ব ৷ কিন্তু দুই কিশোরীর ছবি দিয়ে যৌনদাসীর বিক্রির বিজ্ঞাপন দিয়ে সব চেয়ে ঘৃণ্যতম কাজ করেছে ISIS ৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইরাক: এবার সোশ্যাল সাইট ফেসবুকে যৌনদাসী বিক্রির বিজ্ঞাপন দিল জঙ্গি গোষ্ঠী ISIS ৷ সম্প্রতি মিডল ইষ্ট রিসার্চ ইনস্টিটিউট, যারা জিহাদিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজর রাখছে তাদের চোখে পড়ে বিজ্ঞাপনটি ৷ মিডল ইষ্ট রিসার্চ ইনস্টিটিউটের আধিকারিক জানান, ‘গত দু’বছর এই জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন রকম বরবরাতার স্বাক্ষী ছিল সারা বিশ্ব ৷ কিন্তু দুই কিশোরীর ছবি দিয়ে যৌনদাসীর বিক্রির বিজ্ঞাপন দিয়ে সব চেয়ে ঘৃণ্যতম কাজ করেছে ISIS ৷’
advertisement

জানা গিয়েছে, যে দু’জন কিশোরীর ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে তাদের বয়স আনুমানিক ১৮ বছর ৷ ছবিটির উপর ‘শি ফর সেল’ ক্যাপশন দিয়ে ছবিটি আপলোড করা হয়েছে ৷

চলতি মাসের ২০ তারিখ আবু আসাদ আলমানি নামে এক ব্যক্তি যিনি নিজেকে ISIS-এর সদস্য বলে দাবি করেছেন বিজ্ঞাপনটি দিয়েছেন ৷ বিজ্ঞাপনে মেয়েটির মূল্য ৮,০০০ মার্কিন ডলার বলে তিনি দাবি করেন ৷

advertisement

প্রথম বিজ্ঞাপনটি দেওয়ার কয়েক ঘণ্টা পর আবু আসাদ আলমানি আরও একটি মেয়ের ছবি বিক্রির জন্য পোস্ট করে ৷

তবে আবু আসাদ আলমানি একাই এই কাজের সঙ্গে যুক্ত না কি অন্য জঙ্গিদের সঙ্গে মিলে এই কাজ করছেন তা এখনও জানা যায়নি ৷

ঘটনা প্রকাশ্যে আসার পর বিজ্ঞাপনটি সাইট থেকে তুলে নিয়েছে ফেসবুক ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফেসবুকে যৌনদাসী বিক্রির বিজ্ঞাপন দিল ISIS