ভারতীয় সোনাবাহিনীর প্রাক্তন ওই জওয়ানের নাম মুনাওয়ার আহমেদ মির ৷ তিনি ১৯৯৯-এর কার্গিল যুদ্ধের সক্রিয় সেনানী ছিলেন ৷ সেই ‘কার্গিল হিরো’-র নামে উঠেছে গুপ্তচরবৃত্তির অভিযোগ ৷ দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা এবং কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার মিরকে গ্রেফতার করে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জম্মুর রাজৌরি এলাকা থেকে প্রথমে গ্রেফতার করা হয় ওই শিক্ষককে ৷ ধৃত শিক্ষকের নাম সাবার ৷ তাঁকে জেরা করেই মেলে প্রাক্তন কার্গিল সেনানী মুনাওয়ার আহমেদ মিরের সূত্র ৷ মির জম্মু ও কাশ্মীরের শাসক দল পিডিপি-র সক্রিয় কর্মী ৷ সাবার জানায় যে, ISI-এর চর হিসেবে সে সমস্ত গোপন খবর এসে মিরকে জানাত ৷ মির আইএসআই-এর সঙ্গে সরাসরি যুক্ত থাকায় সমস্ত খবর সেই পাচার করত ৷ গোয়েন্দাদের দাবি, মির পাক সংস্থা ISI-কে বহু গোপন ও সরকারি তথ্য ইতিমধ্যেই পাচার করেছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য সাবার ও মিরকে ট্রানজিট রিমান্ডে দিল্লি আনা হবে ৷ হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এদিনই সাবার ও মিরকে জম্মু আদালতে পেশ করা হয়৷
advertisement
দিল্লি, কলকাতা, কাশ্মীর থেকে একের পর এক ISI চরের ধরা পড়ার খবর কপালে কেন্দ্রীয় সরকারের কপালে ভাঁজ ফেলেছে৷ এর থেকেই স্পষ্ট ISI-এর জাল সারা দেশে বিস্তৃত হয়েছে ৷