TRENDING:

ISI চর সন্দেহে শিক্ষক-সহ গ্রেফতার প্রাক্তন কার্গিল সেনানী

Last Updated:

ISI চর সন্দেহে জম্মু-কাশ্মীরের রাজৌরি এলাকা থেকে আটক করা হয় এক শিক্ষক এবং একজন প্রাক্তন সেনাকর্মীকেও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ISI চর সন্দেহে জম্মু-কাশ্মীরের রাজৌরি এলাকা থেকে আটক করা হয় এক শিক্ষক এবং একজন প্রাক্তন সেনাকর্মীকেও ৷
advertisement

ভারতীয় সোনাবাহিনীর প্রাক্তন ওই জওয়ানের নাম মুনাওয়ার আহমেদ মির ৷ তিনি ১৯৯৯-এর কার্গিল যুদ্ধের সক্রিয় সেনানী ছিলেন ৷ সেই ‘কার্গিল হিরো’-র নামে উঠেছে গুপ্তচরবৃত্তির অভিযোগ ৷ দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা এবং কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার মিরকে গ্রেফতার করে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জম্মুর রাজৌরি এলাকা থেকে প্রথমে গ্রেফতার করা হয় ওই শিক্ষককে ৷ ধৃত শিক্ষকের নাম সাবার ৷ তাঁকে জেরা করেই মেলে প্রাক্তন কার্গিল সেনানী মুনাওয়ার আহমেদ মিরের সূত্র ৷ মির জম্মু ও কাশ্মীরের শাসক দল পিডিপি-র সক্রিয় কর্মী ৷ সাবার জানায় যে, ISI-এর চর হিসেবে সে সমস্ত গোপন খবর এসে মিরকে জানাত ৷ মির আইএসআই-এর সঙ্গে সরাসরি যুক্ত থাকায় সমস্ত খবর সেই পাচার করত ৷ গোয়েন্দাদের দাবি, মির পাক সংস্থা ISI-কে বহু গোপন ও সরকারি তথ্য ইতিমধ্যেই পাচার করেছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য সাবার ও মিরকে ট্রানজিট রিমান্ডে দিল্লি আনা হবে ৷ হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এদিনই সাবার ও মিরকে জম্মু আদালতে পেশ করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দিল্লি, কলকাতা, কাশ্মীর থেকে একের পর এক ISI চরের ধরা পড়ার খবর কপালে কেন্দ্রীয় সরকারের কপালে ভাঁজ ফেলেছে৷ এর থেকেই স্পষ্ট ISI-এর জাল সারা দেশে বিস্তৃত হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ISI চর সন্দেহে শিক্ষক-সহ গ্রেফতার প্রাক্তন কার্গিল সেনানী