রাজস্থানের এই লেক সিটি-তে এবার আয়োজিত হতে চলেছে ইশার বিয়ের প্রি-ওয়েডিং পার্টি। ইশার বিয়েতে আমন্ত্রিত মার্কিনি রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আগামী ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আম্বানি কন্যা ইশা আম্বানি। শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ইশা। এর আগে ৮ ও ৯ ডিসেম্বর দুই পরিবার মেতে উঠবে প্রি-ওয়েডিং সেরিমনিতে। শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে সেলিব্রেশন। আর সেই অনুষ্ঠানে হাজির হয়ে গিয়েছেন মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব হিলারি ক্লিনটন ৷
advertisement
হিলারি ক্লিনটনের কনভয় বিবাহ অনুষ্ঠান স্থল ছোয়ার আগে থেকেই গেটের সামনে হাজির ছিলেন মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি ৷ মেয়ের প্রি-ওয়েডিং সেলিব্রেশনে যোগ দিতে উড়ে এসেছেন তিনি ৷
আরও পড়ুন: ইশা আম্বানির প্রি-ওয়েডিং সেলিব্রেশনে যোগ দিতে উদয়পুরে হাজির হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটনের গাড়ি আসা মাত্রই তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন নীতা আম্বানি ৷ বেশ খোশমেজাজে দেখা যায় হিলারি ক্লিনটনকেও ৷