ভিনটেজ গ্ল্যাম লুকে ঠিক যেন ‘রাজকন্যা’ ইশা৷ তাঁর রূপের ছটায় চোখ সরানো দায়৷ ফ্যাশন এবং রুচির প্রসঙ্গ উঠলে স্বীকার করে নিতেই হয় যে, সৌন্দর্য এবং বহুমুখী প্রতিভার প্রতিমূর্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির একমাত্র কন্যা ইশা আম্বানি। এদিন কালো রঙের ডিজাইনার গাউনে যেন স্বপ্নের রাজকুমারী হয়ে উঠেছিলেন ইশা৷ পোশাকের সঙ্গে তাঁর ভিনটেজ লুক অন্য মাত্রা যোগ করেছে৷
advertisement
সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদাজানিয়ার স্টাইল করা, স্লিভলেস, হাই-কলার ড্রেসটি কিংবদন্তি ডিজাইনার কার্ল লেজারফেল্ড দ্বারা ডিজাইন করা চ্যানেলের ২০১৮ হাউট কউচার স্প্রিং কালেকশনের ছিল। কালো রঙের পোশাকে পুঁতির কাজ পোশাকটিকে আরও বেশি হাইলাইট করেছেন৷ পোশাকের সঙ্গে ম্যাচ করে হীরের কানের দুল, চুড়ি, আংটি, হাতফুল পরেছিলেন ইশা৷ রাজকীয়তা এবং নান্দনিকতার মিশেল ইশাকে সাজিয়ে তুলেছেন মেকআপ শিল্পী তানভি চেম্বুরকর, এবং হেয়ারস্টাইলিস্ট ইয়ান্নি সাপাতোরি৷
এটি ছিল ইশার দ্বিতীয় দিনের লুক৷ এর আগে, ইশা মিস সোহির পোশাকে সেজেছিলেন৷ কর্সেট করা ওই ফিগার-হাগিং গাউনটিতে ফুটে উঠেছিল ৩ডি বা ত্রিমাত্রিক চেরি এবং ম্যাগনোলিয়া ফুলের শাখা। সেই সঙ্গে রয়েছে স্যোয়ারভস্কি ক্রিস্টালের রাজকীয় পিকক এমব্রয়ডারি। আর অপূর্ব দেখতে এই স্প্রিং-সামার ২০২৪ গাউনের সঙ্গে ইশা বেছে নিয়েছিলেন ফুলের পাপড়ির মতো স্কাল্পচারাল শাল। যেটা তাঁর পোশাকে একটা আলাদাই মাত্রা এনে দিয়েছে। ইশা আম্বানি তাঁর যমজ সন্তান আদিয়া এবং কৃষ্ণাকে নিয়ে একাধিক ছবিতে পোজ দিয়েছেন৷ প্রতিটি ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
জামনগরে রিলায়েন্স গ্রিনস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসব। সেখানে যোগ দিয়েছেন প্রায় ২০০০ অতিথি। এঁদের মধ্যে রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প বলিউডের সুপারস্টার শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইনা নেহওয়াল, শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, হার্দিক পাণ্ডে, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খান, নীতু কাপুর এবং মাধুরী দীক্ষিত-সহ আরও অনেক তারকা।