TRENDING:

নাশকতা চালাতে হাই-টেক পথে IS সেল

Last Updated:

সুরক্ষিত ই-মেলের মাধ্যমে বিদেশে যোগাযোগ। প্রি-অ্যাক্টিভেটেড সিম ব্যবহার করে পরিকল্পনা। নাশকতা চালাতে হাই-টেক পথেই এগোচ্ছিল হায়দরাবাদের আইএস সেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুরক্ষিত ই-মেলের মাধ্যমে বিদেশে যোগাযোগ। প্রি-অ্যাক্টিভেটেড সিম ব্যবহার করে পরিকল্পনা। নাশকতা চালাতে হাই-টেক পথেই এগোচ্ছিল হায়দরাবাদের আইএস সেল।
advertisement

ধৃত পাঁচ জঙ্গিকে জেরা করে এনআইএ গোয়েন্দাদের হাতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । গত ২৯শে জুন এই পাঁচজনকে গ্রেফতার করে NIA।

একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আরেকজন ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট। অন্যজন আবার কম্পিউটার সায়েন্সের ছাত্র। হায়দরাবাদের ধৃত আইএস সেলের জঙ্গিরা প্রত্যেকেই কম-বেশি উচ্চশিক্ষিত। তাই তাদের নাশকতার পথ যে অত্যাধুনিক হবে, সেবিষয়ে কিছুটা হলেও ধারণা ছিল এনআইএ-র।

advertisement

ধৃত ৫ জঙ্গিকে জেরা করে সেবিষয়ে অনেকটাই নিশ্চিত গোয়েন্দারা। এনআইএ সূত্রে খবর, tutanota.com নামে সুরক্ষিত ই-মেল ব্যবহার করত সফটওয়্যার ইঞ্জিনিয়র মহম্মদ ইব্রাহিম ৷ এই মেল-এর মাধ্যমেই বিদেশে হ্যান্ডলারকে অস্ত্র ও ইউরিয়া সরবরাহের তথ্য দিত সে ৷ সেন্ডার বা রিসিভার ছাড়া এই এনক্রিপশন বা অতিসুরক্ষিত মেল-এর তথ্য তৃতীয় ব্যক্তির পক্ষে জানা মুশকিল ৷ হোয়াট্যস অ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারেও গোপনীয়তা রক্ষা করতে এই এনক্রিপশন প্রযুক্তিই ব্যবহৃত হয় ৷

advertisement

মোবাইল ও সিম জোগারের দায়িত্বে ছিল ম্যানেজমেন্টের ছাত্র ফাহাদের উপর ৷  হায়দরাবাদের চারমিনার বাসস্টপের কাছে মোবাইল ও সিম কেনে সে ৷ ৫টি চাইনিজ মোবাইল ও ৯টি প্রি-অ্যাক্টিভেটেড সিম কিনেছিল ফাহাদ ৷ নাশকতার পরিকল্পনার কাজে এই সিমগুলি ব্যবহার করত আইএস সেল ৷ নকল চাইনিজ মোবাইলগুলির IMEI নম্বর না থাকায় সেগুলি ট্র্যাক করা মুশকিল আর সিমগুলি প্রি-অ্যাক্টিভেটেড হওয়ায় গ্রাহকদের তথ্যের প্রয়োজন হয় না ৷ তাই গোয়েন্দাদের অতি সহজেই ধোঁকা দিতে পারত এই আইএস জঙ্গিরা ৷

advertisement

অন্যদিকে,  বিবি বাজার থেকে ওজন মাপার যন্ত্র কেনে ইলিয়াস ৷ বিস্ফোরকগুলি মাপার জন্য দরকার ছিল এই যন্ত্রের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

গত ২৯শে জুন হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয় পাঁচ হাইটেক আইএস জঙ্গিকে। এনআইএ সূত্রে খবর, শহরজুড়ে মন্দির, শপিং মল ও একাধিক থানায় বিস্ফোরণ ঘটানোই ছিল এই আইএস সেলের লক্ষ্য।

বাংলা খবর/ খবর/দেশ/
নাশকতা চালাতে হাই-টেক পথে IS সেল