সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র অবসর নেওয়ার আগে এটিই হতে চলেছে সর্বশেষ রায় ৷
উত্তরপ্রদেশের ফৈজাবাদে বাবরি মসজিদ তৈরি করা হয় ৷ কিন্তু হিন্দুদের একাংশের মতে, ওই জায়গাটি ছিল রামের জন্মভূমি ৷ যেখানে মসজিদ গড়ে তোলা হয়েছে সেই জায়গাটি ছিল রামের জন্মভূমি ৷ তা ভেঙে বানান হয় মসজিদ ৷ সেখানেই আগে ছিল রাম মন্দির ৷ এই বিষয়টি নিয়ে বিতর্ক চিরন্তন ৷ পরবর্তীকালে ১৯৯২ সালে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বাবরি মসজিগ ৷ ২ হাজার জনের মৃত্যু হয় ৷
advertisement
১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, নামাজ যেকোনও জায়গাতেই পড়া যাবে ৷ এরজন্য মসজিদের কোনও প্রয়োজন নেই ৷ সুপ্রিম কোর্টের এই রায়ের পরই বিতর্ক ওঠে চরমে ৷
এর আগে ২০১১ সালে বাবরি মসজিদকে তিনভাগ করার রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ সেই রায়কেই অদ্ভূত বলে ব্যাখ্যা করে সুপ্রিম কোর্ট ৷ এলাহাবাদ হাইকোর্টের বিভক্ত রায়ে বলা হয়েছিল, হিন্দু দেবতা রামের জন্মভূমি পবিত্র অযোধ্যাতে মুঘল আমলে মুসলমানরা বাবরি মসজিদ তৈরি করে ৷