TRENDING:

CAA বিরোধী বিক্ষোভের পিছনে কি জঙ্গি সংগঠন ISIS? দিল্লিতে ধৃত দম্পতি

Last Updated:

গোয়েন্দাদের দাবি, এই দম্পতি নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উস্কানি দিচ্ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে এবার সামনে এলো জঙ্গি সংগঠন আইএস যোগ। দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। ধৃত দম্পতির সঙ্গে জঙ্গি সংগঠন আইএস সরাসরি যোগের প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। এর পরেই দিল্লির ওখলা এলাকা থেকে তাঁদের খুঁজে বের করা হয়। ওই দম্পতি আইএস-এর খোরাসান মডিউল-এর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।
advertisement

গোয়েন্দাদের দাবি, এই দম্পতি নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উস্কানি দিচ্ছিল। পাশাপাশি, নতুন আইন কার্যকর করার পাল্টা হিসেবে যুবসমাজকে জঙ্গি হামলা চালানোর জন্যও প্ররোচিত করছিল তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ধৃত দু' জনের নাম জাহানজেব সামি এবং হিনা বশির বেগ। তাদের কাছ থেকে প্রচুর সংখ্যায় জেহাদি বই উদ্ধার হয়েছে। ধৃত দম্পতির সঙ্গে বিদেশে থাকা আইএস-এর খোরাসান মডিউলের মাথাদের সরাসরি যোগাযোগের প্রমাণও মিলেছে। ধৃত দম্পতির মোবাইল ফোন খতিয়ে দেখে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তাদের সঙ্গে আর কারা কারা এই মডিউলের সঙ্গে যুক্ত সেই সন্ধানও করছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
CAA বিরোধী বিক্ষোভের পিছনে কি জঙ্গি সংগঠন ISIS? দিল্লিতে ধৃত দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল