TRENDING:

১৬ বছরের অনশন ভেঙে, রাজনীতিতে পা দেবেন মণিপুরের শর্মিলা

Last Updated:

মণিপুর থেকে সশস্ত্র বাহিনীর বিসেষ ক্ষমতা আফস্পার বিরুদ্ধে তাঁর প্রতিবাদের রূপ ছিল দীর্ঘ অনশন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইম্ফল: মণিপুর থেকে সশস্ত্র বাহিনীর বিসেষ ক্ষমতা আফস্পার বিরুদ্ধে তাঁর প্রতিবাদের রূপ ছিল দীর্ঘ অনশন ৷ প্রায় ১৬ বছর পার করে অনশন ভাঙতে চলেছেন ইরম চানু শর্মিলা ৷ ৯ অগস্ট শুধু ভাঙবেন নয়, মণিপুরের বিধানসভা নির্বাচনে প্রার্থীও হবেন তিনি ৷ একথা সংবাদ মাধ্যমকে নিজে মুখেই জানিয়েছেন শর্মিলা ৷
advertisement

সালটা ২০০০ ৷ মণিপুরের জঙ্গি কবলিত এলাকায় সেনাদের টহলদারি ৷ তবে তা শুধুই টহলদারি নয় ৷ আইনের দায়িত্ব কাঁধে নিয়ে সেনারা নির্মম অত্যাচারও চালাত ৷ আর এই অত্যাচারে সেনার গুলিতে শুশুসহ মারা যায় প্রায় ১০ জন ৷ এরই প্রতিবাদে সে সময় মুখর হয়ে ওঠে গোটা মণিপুর ৷ গর্জে ওঠে শর্মিলার কণ্ঠ৷ প্রতিবাদে আমরণ অনশনের ডাক দেয় শর্মিলা ৷ মণিপুর প্রশাসন অবশ্য শর্মিলার এই অনশনে বাঁধাও দেয় ৷ জোর করে তাঁকে ভর্তি করা হয় নার্সিং হোমে ৷ নল ঢুকিয়ে খাওয়ানো হয় তাঁকে ৷ আদালতে আত্মহত্যার অভিযোগও দায়ের হয় ৷ আদালত অবশ্য এই অভিযোগে আমল দেন না ৷ শেষমেশ সেই নল খুলে ফেলেছেন শর্মিলা ৷ ৯ অগস্ট ১৬ বছরের অনশন ভাঙবেন শর্মিলা ৷ যোগ দেবেন রাজনীতিতে !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
১৬ বছরের অনশন ভেঙে, রাজনীতিতে পা দেবেন মণিপুরের শর্মিলা