সালটা ২০০০ ৷ মণিপুরের জঙ্গি কবলিত এলাকায় সেনাদের টহলদারি ৷ তবে তা শুধুই টহলদারি নয় ৷ আইনের দায়িত্ব কাঁধে নিয়ে সেনারা নির্মম অত্যাচারও চালাত ৷ আর এই অত্যাচারে সেনার গুলিতে শুশুসহ মারা যায় প্রায় ১০ জন ৷ এরই প্রতিবাদে সে সময় মুখর হয়ে ওঠে গোটা মণিপুর ৷ গর্জে ওঠে শর্মিলার কণ্ঠ৷ প্রতিবাদে আমরণ অনশনের ডাক দেয় শর্মিলা ৷ মণিপুর প্রশাসন অবশ্য শর্মিলার এই অনশনে বাঁধাও দেয় ৷ জোর করে তাঁকে ভর্তি করা হয় নার্সিং হোমে ৷ নল ঢুকিয়ে খাওয়ানো হয় তাঁকে ৷ আদালতে আত্মহত্যার অভিযোগও দায়ের হয় ৷ আদালত অবশ্য এই অভিযোগে আমল দেন না ৷ শেষমেশ সেই নল খুলে ফেলেছেন শর্মিলা ৷ ৯ অগস্ট ১৬ বছরের অনশন ভাঙবেন শর্মিলা ৷ যোগ দেবেন রাজনীতিতে !
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2016 9:00 PM IST