TRENDING:

বিরাট বেকায়দায় লালু...! বিহার নির্বাচনের মাঝেই বড় ধাক্কা, IRCTC কেলেঙ্কারিতে মামলা দায়ের

Last Updated:

IRCTC Scam: বিহার বিধানসভা নির্বাচনের আগেই বিপাকে লালু প্রাসাদ যাদব। এবার আইআরসিটিসি মামলায় বড় ধাক্কা। এই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পাশপাশি, লালু-পুত্র তেজস্বী এবং স্ত্রী রাবরি দেবির বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিহার বিধানসভা নির্বাচনের আগেই বিপাকে লালু প্রাসাদ যাদব। এবার আইআরসিটিসি মামলায় বড় ধাক্কা। এই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পাশপাশি, লালু-পুত্র তেজস্বী এবং স্ত্রী রাবরি দেবির বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে।
লালু প্রসাদ যাদব
লালু প্রসাদ যাদব
advertisement

সোমবার, দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টের বিশেষ আদালতের বিচারপতি বিশাল গোঙ্গে এই নির্দেশ দিয়েছেন। যদিও, লালু, তেজস্বী এবং রাবরি দেবী সকলেই নিজেদের নির্দোষ দাবি করেছেন। রাবড়ি দেবীর দাবি, মামলাটি ‘ভুয়ো’। লালু যাদব এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারার চার্জ গঠন করেছে আদালত। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনের ধারাও যুক্ত করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: রেল ওভারব্রিজে হাঁটছিল তরুণী… ঝড়ের বেগে ছুটে আসছিল বন্দে ভারত ট্রেন! পরক্ষণেই শুরু হল চরম ‘খেলা’, থরথর করে কেঁপে উঠল ‘ব্রিজ’!

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু যাদব। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এই সময়কালে আইআরসিটিসি-র হোটেলগুলির রক্ষণাবেক্ষণের জন্য যে চুক্তি বরাদ্দ করা হয়, সেখানে দুর্নীতি করেছেন লালু। আইআরসিটিসি-র দুটি হোটেল, বিএনআর পুরি এবং বিএনআর রাঁচির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় সুজাতা হোটেল। অভিযোগ, সেই চুক্তি পাইয়ে দেওয়ার জন্য বেনামি সংস্থার মাধ্যমে বহুমূল্যের তিন একর জমি নিয়েছেন লালু।

advertisement

আরও পড়ুন: ফুটফুটে হয়ে উঠবে মুখ…! রোজ রাতে ঘুমোনোর আগে দু’আঙুলে লাগিয়ে মাখুন এই প্রাকৃতিক ‘জিনিস’, সকালেই দেখুন তফাৎ

সেরা ভিডিও

আরও দেখুন
হলদিয়ার যুবতীর তাক লাগানো বিজনেস আইডিয়া! বাড়িতে বসেই তৈরি করছেন সুগন্ধি 'এই' জিনিস
আরও দেখুন

আদালত বলেছে যে লালুর নেতৃত্বে এই ষড়যন্ত্র রচিত হয়েছিল। তবে, অভিযুক্তরা নিজেদের নির্দোষ বলে ঘোষণা করেছে। আদালত যখন লালু যাদবকে জিজ্ঞাসা করে যে তিনি কি তার দোষ স্বীকার করেছেন, তখন লালু যাদব, রাবড়ি এবং তেজস্বী যাদব তাঁদের দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানান। তারা বলেন যে তারা বিচারের মুখোমুখি হবেন। যেসব ধারায় অভিযোগ গঠন করা হয়েছে তার মধ্যে রয়েছে আইপিসি ৪২০, আইপিসি ১২০বি, এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩(২) এবং ১৩(১)(ডি) ধারা। আদেশে বলা হয়েছে যে লালুর জ্ঞানেই এই ষড়যন্ত্র রচিত হয়েছিল। আদালত বলেছে যে রাবড়ি এবং তেজস্বী কম দামে জমি পেয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিরাট বেকায়দায় লালু...! বিহার নির্বাচনের মাঝেই বড় ধাক্কা, IRCTC কেলেঙ্কারিতে মামলা দায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল