এক্স হ্যান্ডেলে আইআরসিটিসি-র করা পোস্টে জানানো হয়েছে, ‘সমাজমাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছে যে তৎকাল এবং প্রিমিয়াম তৎকালের ট্রেনের টিকিট বুকিং ভিন্ন ভিন্ন সময়ে করা যাবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ এসি এবং নন এসি ক্লাসের ট্রেনের টিকিটের তৎকাল অথবা প্রিমিয়াম তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে এমন কোনও সিদ্ধান্ত অথবা প্রস্তাব নেওয়া হয়নি৷ এজেন্টদের জন্য টিকিট বুকিংয়ের অনুমোদিত সময়ও অপরিবর্তিত থাকছে৷’
advertisement
টিকিট বুকিং সংক্রান্ত নিয়মে যে কোনও পরিবর্তন বা খবরের কোনও গুজবে কান না দিয়ে জন্য শুধুমাত্র সরকারি নির্দেশিকার উপরে নির্ভর করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে ভারতীয় রেল৷
বর্তমান নিয়ম অনুযায়ী যাত্রা শুরুর একদিন আগে তৎকাল টিকিটের বুকিং করা যায়৷ সকাল দশটা থেকে এসি-র দ্বিতীয়, তৃতীয়, সিসি, ইসি এবং থ্রিই শ্রেণির টিকিট বুকিং চালু হয়৷ সকাল ১১টা থেকে নন এসি শ্রেণির তৎকাল টিকিট বুকিং শুরু হয়৷ এসি ফার্স্ট ক্লাসের টিকিট তৎকালে কাটা যায় না৷ আইআরসিটিসি ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে তৎকাল টিকিট কাটা যায়৷ তৎকালে কাটা কনফার্মড টিকিট ক্যানসেল করলে কোনও মূল্য ফেরত পাওয়া যায় না৷