আসল ঘটনাটা খোলসা করে বলা যাক।
দিল্লির এই অফিসার ছোটবেলা থেকেই জিলিসি খেতে খুব ভালোবাসেন। কিন্তু জিলিপির প্যাঁচে মন নেই স্ত্রী রিচার। যার জেরে স্বামীকেও তিনি জিলিপি খেতে দেন না। ফলে জিলিপির আক্ষেপে মন কেমন অফিসারের। সেই কথা জানিয়ে ট্যুইটারে পোস্ট করেছিলেন সন্দীপ। তিনি লিখেছিলেন, 'আমার ছোটবেলায় জিলিপ বিক্রি হত ২৫ পয়সায়। আমি তখন ভাবতাম একবারে ৩-৪টি জিলিপি একসঙ্গে খাব। আমি যখন রোজগার করতে শুরু করলাম, তখন আমার স্ত্রী আমাকে জিলিপি খেতে দেন না।'
advertisement
আর এই পোস্ট দেখে রিচা পাল্টা পোস্ট করেছেন, 'আজকে তুমি বাড়ি এসো'। অর্থাৎ, জিলিপির আক্ষেপ জানিয়ে সর্বসমক্ষে পোস্ট মোটেই মিষ্টি লাগেনি স্ত্রীর। ফলে ঝাঁঝালো জবাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, এদিন বাড়ি ফিরলে কপালে হয়তো দুঃখ আছে আইপিএস অফিসার স্বামীর।
সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর এমন 'মিষ্টি' যুদ্ধ অবশ্য মন কেড়েছে নেটিজেনের। অনেকেই মজা করে পাল্টা পোস্ট করেছেন জিলিপি নিয়ে। অনেকেই আবার সাবধান করেছেন মিত্তলবাবুকে। নেটমাধ্যমে আপাতত ভাইরাল হয়েছে এই জিলিপি-যুদ্ধ।