আইপিএল ২০২২ (IPL 2022) রবিবার ডবল হেডার৷ দিনের প্রথম খেলায় বিকেল ৩.৩০ এ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC)৷ এখনও অবধি আইপিএল ২০২২ এ কেকেআরের পারফরম্যান্স দুর্দান্ত৷ শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দল ৪ টি ম্যাচের মধ্যে ৩ টি তে জিতেছে৷ পাশাপাশি আইয়ারের অধিনায়কত্বে পয়েন্ট টেবলের টপে রয়েছে নাইট ব্রিগেড৷ অন্যদিকে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দল এখনও অবধি মোটামুটি পারফরম্যান্স৷ জয় দিয়ে অভিযান শুরু করলেও তারপরের দুটি ম্যাচে পরপর হারতে হয়েছে দিল্লিকে৷ ফলে ৩ টি ম্যাচের মধ্যে মাত্র ১ টিতে জিতেছে দিল্লি ক্যাপিটাল্স৷ ফলে ঋষভ পন্থ আর জয়ের ট্র্যাকে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন৷
advertisement
আরও পড়ুন - মাঠে হতশ্রী হাল ধোনির, এক্স গার্লফ্রেন্ড অবশ্য থোড়াই কেয়ার, মলদ্বীপ মাতাচ্ছেন রাই লক্ষ্মী
আরব সাগরের পারে ছুটির দুপুরে দুই নেতার দ্বৈরথ ঘিরেও থাকবে বাড়তি আকর্ষণ। জাতীয় দলের ভাবী অধিনায়ক হিসেবে সম্ভাবনার পাদপ্রদীপে রয়েছেন উভয়েই। দুই বছর আগে দিল্লি ক্যাপিটালসের ফাইনালে ওঠার নেপথ্যে বড় ভূমিকা ছিল দু’জনেরই। সেবার শ্রেয়সের নেতৃত্বে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন পন্থ। আর গত মরশুমে চোটের জন্য শুরুতে খেলতে পারেননি শ্রেয়স। অগত্যা তাঁর পরিবর্তে অধিনায়ক হন ঋষভ।
পরে চোট সারিয়ে দলে যোগ দিলেও শ্রেয়স ফিরে পাননি নেতৃত্বের ব্যাটন। এবার নিলাম মঞ্চ থেকে তাঁকে তুলে নিয়েছে কেকেআর। দেওয়া হয়েছে নেতৃত্বভার। ফলে পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে রবিবার নাইট অধিনায়ক যে বাড়তি তাগিদ নিয়ে ঝাঁপাবেন, তা নিয়ে কোনও সংশয় নেই। শ্রেয়সের নেতৃত্বে দুরন্ত ছন্দেও রয়েছে কলকাতা। আক্রমণাত্মক ক্রিকেট উপহার দিচ্ছে কোচ ব্রেন্ডন ম্যাকালামের ছেলেরা। চাপের মুখে জ্বলে ওঠাই নাইটদের এবারের বড় বৈশিষ্ট্য।
কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচের কথার আগে যেটা ফ্যানদের স্বস্তি দিয়েছে তা হল আন্দ্রে রাসেলের ধামাকা ফর্ম৷ তিনি পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩১ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন৷
তাঁর পারফরম্যান্স দিল্লির বিরুদ্ধেও শানদার হবে মনে করছেন কেকেআর ফ্যানরা৷ এদিকে পেসবোলিংয়ে উমেশ যাদব এখনও অবধি কামাল পারফরম্যান্স করেছেন৷ এখনও অবধি ৪ ম্যাচে তিনি সবচেয়ে বেশি ৯ উইকেট নিয়েছেন৷ তাই তাঁর ওপরেও আস্থা থাকবে নাইট ফ্যানদের৷ অন্যদিকে দিল্লির কথা বললে পৃথ্বী শ এবং ঋষভ পন্থ দুজনেই একা হাতে ম্যাচ বদলানোর ক্ষমতা রাখেন৷